MCQ
641. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন?
ইসলাম খান
ইব্রাহীম খান
শায়েস্তা খান
মীর জুমলা
642. মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু -
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
সম্রাট আওরঙ্গজেব
সম্রাট হুমায়ুন
643. প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
গোপাল
রামপাল
বিজয় সেন
লক্ষণ সেন
644. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
শায়েস্তা খান
সুবাদার ইসলাম খান
ইব্রাহিম খান
মীর জুমলা
645. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কী?/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
পাল বংশ
গুপ্ত বংশ
সেন বংশ
ভুইয়া বংশ
646. ফতোয়া-ই-আলমগীরী কোন মোঘল সম্রাট সম্পর্কীয়?
সম্রাট বাবর
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
647. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী?
হিন্দু
জৈন
বৌদ্ধ
খ্রিস্টান
648. কার পৃষ্ঠপোষকতায় 'ফতোয়া-ই-আলমগীরী' রচিত হয়?
সম্রাট আকবর
আবুল ফজল
সম্রাট আওরঙ্গজেব
খাজা আব্দুস সামাদ
649. বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি
পাল রাজা
সেন রাজা
চন্দ্র রাজা
খড়গরাজা
650. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়?
খলজি শাসন আমলে
সেনশাসন আমলে
যুগল শাসন আমলে
পাল তাম শাসন আমলে
651. নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময় -
মুহম্মদ শাহ
বাহাদুর শাহ
ফররুখ শিয়ার
দ্বিতীয় আকবর
652. 'অষ্টাসাহত্রিকা প্রজ্ঞাপারমিতা' কী?
হিন্দু ধর্মগ্রন্থ
কালিদাসের কাব্যগ্রন্থ
বৌদ্ধ পুঁথি
জৈন ধর্মগ্রন্থ
653. নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?
গ্রীনল্যান্ড
রাশিয়া
গুয়েতেমালা
ভেলিজুয়েলা
654. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?
মৌর্য বংশ
গুপ্ত বংশ
পাল বংশ
সেন বংশ
655. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? / পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ধর্মপাল
দেবপাল
গোপাল
মহীপাল
656. মাৎস্যন্যায় নির্দেশ করে
আলেকজান্ডারের আগমন
বখতিয়ারের আগমন
রামপালের আগমন
গোপালের আগমন
657. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
পান্ডুয়া
বিহার
লক্ষণাবতী
কুচবিহার
658. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
আকবর
শেরশাহ
শাহজাহান
আওরঙ্গজেব
659. পালবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
গোপাল
ধর্মপাল
রামপাল
দেবপাল
660. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
বখতিয়ার খলজি
মুর্শিদকুলী খাঁ
সম্রাট জাহাঙ্গীর
শেরশাহ