MCQ
2781. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
2782. 'তমদ্দুন মজলিশ' ছিল একটি
সাংস্কৃতিক প্রতিষ্ঠান
সামাজিক প্রতিষ্ঠান
রাজনৈতিক প্রতিষ্ঠান
দাতব্য প্রতিষ্ঠান
2783. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
2784. ভাষা আন্দোলন শুরু হয়-
১৯৪৭
১৯৪৮
১৯৫০
১৯৫২
2785. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল?
পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন
2786. ' তমদ্দুন মজলিশ' কত সালে
২ সেপ্টেম্বর, ১৯৪৬
১ বা ২ সেপ্টেম্বর, ১৯৪৭
২ সেপ্টেম্বর, ১৯৪৮
২ সেপ্টেম্বর, ১৯৫০
2787. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
একাডেমি সংঘ
ভাষা আন্দোলন মঞ্চ
তমদ্দুন মজলিশ
বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
2788. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
তমদ্দুন মজলিশ
ভাষা পরিষদ
আমরা বাঙালি
মাতৃভাষা পরিষদ
2789. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল?
৭
৪৮
৫৬
৬৬
2790. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমিন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
2791. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
2792. ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান 'তমদ্দুন মজলিশ' কার নেতৃত্বে গঠিত হয়? / তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন?
অধ্যাপক আবুল কাসেম
কামরুদ্দিন আহমদ
আবদুল মতিন
আবদুস সালাম
2793. রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয় ।
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
2794. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বি-জাতিতত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙালি জাতীয়তাবাদ
2795. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
নুরুল আমিন
আতাউর রহমান
খাজা নাজিমউদ্দীন
আবু হোসেন সরকার
2796. 'পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা' কোন সময়ের স্লোগান?
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ের
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের
১৯৬২ সালের ছাত্র আন্দেলনের সময়ের
বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ের
2797. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো -
আঞ্চলিকতা
ধর্ম
রাজনীতি
ভাষা ও সংস্কৃতি
2798. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
2799. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
2800. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
১১ দফা
৪ দফা
৭ দফা