MCQ
681. . বাংলাদেশের একটি প্রাচীন জনপদ
সোনারগাঁও
হরিকেল
ভুলুয়া
পঞ্চগড়
682. কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
১৫৭৫
১৫৭২
১৫৫৬
১৫৭৬
683. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
হরিকেল
সমতট
বরেন্দ্র
রাঢ়
684. অমরসিংহ রচিত 'অমরকোষ' কী জাতীয় গ্রন্থ?
মহাকাব্য
নাটক
অভিধান
উপন্যাস
685. সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় -
সম্রাট জাহাঙ্গীরের সময়ে
সম্রাট শাহজাহানের সময়ে
সম্রাট হুমায়ুনের সময়ে
সম্রাট আকবরের সময়ে
686. বরিশাল ও পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
চন্দ্রদ্বীপ
হরিকেল
বঙ্গ
সমতট
687. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা
রাজশাহী
দিনাজপুর
খুলনা
চট্টগ্রাম
688. লিপ্তি প্রাচীন জনপদ তাম্রলিপ্তি 'তাম্রলিপি' কী? •/ 'তাম্রশাসন' মানে
প্রাচীন জনগণ
প্রাচীন ভাষা
প্রাচীন গ্রন্থ
তামার পাতে খোদাই করা শাসনাদেশ
689. সমগোত্রীয় শহর
শ্রীহট্ট, গৌড়, পাণ্ডুয়া
শ্রীহট্ট, ঘোড়াঘাট, একডালা
গৌড়, পাণ্ডুয়া, একডালা
ঘোড়াঘাট, পাণ্ডুয়া, একডালা
690. সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে নিম্নের কোন রাজ্য বিজিত হয়?
কাবুল
বাংলা
সিন্ধু
কাশ্মীর
691. 'মেঘদূত' কাব্য কার লেখা?
কালিদাস
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদদীন
692. তামার পাতে খোদাই করা প্রাচীন কালের রাজাজ্ঞা হলো
তাম্রশাসন
তাম্রলিপি
তাম্রফলক
প্রত্মতত্ত্ব
693. প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে?
বঙ্গ
হরিকেল
রাঢ়
সমতট
694. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? / প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী
বগুড়া
কুমিল্লা
695. সুবা বাংলা -
বাংলা-বিহার-আসাম
বাংলা-বিহার-মুর্শিদাবাদ
বাংলা-বিহার-উড়িষ্যা
পূর্ববাংলা ও আসাম
696. প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
হর্ষবর্ধন
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
অশোক
সমুদ্রগুপ্ত
697. বাংলায় মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা -
আকবর
বাবর
হুমায়ুন
কোনোটিই নয়
698. সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
বরেন্দ্র
পুন্ড্র
হরিকেল
গৌড়
699. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম
রাঢ়
বঙ্গ
হরিকেল
গৌড়
700. মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন
পাল
সেন
মৌর্য
গুপ্ত