বাংলা সাহিত্য MCQ
1. 'পদ্মানদীর মাঝি' কার উপন্যাস?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদের বসু
2. বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?
সত্যেন্দ্রনাথ দত্ত
দ্বিজেন্দ্র লাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
3. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য এর রচয়িতা কে?
বড়ু চন্ডিদাস
বৃন্দাবন দাস
কাহুপা
মুকুন্দরাম চক্রবর্তী
4. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
শিবমন্দির
মহাশ্মশান
বিরহ বিলাপ
অশ্রুমালা
5. বনলতা সেন কাব্যের কবি কে?
শামসুর রহমান
জীবনান্দ দাশ
বিষ্ণদে
বুদ্ধদেব বসু
6. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
নূরলদীনের সারাজীবন
রক্তাক্ত প্রান্তর
শর্মিষ্ঠা
একেই কি বলে সভ্যতা
7. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'র রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
আনোয়ার পাশা
আবু ইসহাক
8. বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
মহাভারত
রামায়ন
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
9. মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?
গীতিকাব্য
নাট্যকাব্য
পত্রকাব্য
মহাকাব্য
10. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী
সীতারাম
বিষবৃক্ষ
আনন্দ মঠ
11. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন?
১৯৪১
১৯২৮
১৯২৯
১৯৩০
12. 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
হুমায়ুন কবির