Image
MCQ
41. কোন বাক্যটি শুদ্ধ?
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
42. কোনটি শুদ্ধ বাক্য?
তাকে স্নেহাশীষ দিও
তাকে স্নেহশীষ দিও
তাকে স্নেহাশিস দিও
তাকে স্নেহশিষ দিও
43. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
কেবলমাত্র তুমি যাবে
এ সংবাদে সন্তোষ হলাম
বিবিধ জিনিস কিনলাম
এতে আশ্চর্য হলাম
44. শুদ্ধ বাক্যটি দেখান-
তুমি কী আজ যাবে?
তুমি কি আজ যাবে?
তুমি কী অদ্য যাবে?
তুমি কী আজ যাইবে?
45. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
46. কোনটি শুদ্ধ বাক্য?
একটি গোপন কথা বলি
একটি গোপনীয় কথা বলি
একটি গোপনীয়তার কথা বলি
এক গুপ্ত কথা বলি
47. কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ?
তুমি কী করবে সেটা কি তুমি জান না?
তুমি কি করবে সেটা কি তুমি জান না?
তুমি কী করবে সেটা কী তুমি জান না?
তুমি কি করবে সেটা কী তুমি জান না?
48. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
সাবধানপূর্বক চলবে
আমি সন্তোষ হলাম
সে আরোগ্য লাভ করেছে
49. কোন বাক্যটি শুদ্ধ?
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষি দিলেন
তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন
50. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
আমি সাক্ষী দিয়েছি
আমি সাক্ষী দিতেছি
আমি সাক্ষ্য দিয়েছি
আমি সাক্ষী দিলাম
51. নিম্নের কোন বাক্যটি সঠিক?
আমার কথাই প্রমান হলো
আমার কথাই প্রমাণ হলো
আমার কথাই প্রমানীত হলো
আমার কথাই প্রমাণিত হলো
52. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
আপনি সপরিবারে আমন্ত্রিত
আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
53. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
54. কোন বাক্যটি শুদ্ধ?
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
55. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
তার সাংস্কৃতি নাই
তার সাংস্কৃত নাই
তার সাংস্কৃতিক নাই
তার সংস্কৃতি নাই