Image
MCQ
1. 'নিরাকার' শব্দের বিপরীত শব্দ-
একাকার
সাকার
হাহাকার
আকার
2. 'অদৃশ্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টমান
সদৃশ
3. 'ধৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
নিরীহ
দুষ্ট
বিনয়ী
4. 'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
অনাস্থা
অনিচ্ছা
অনিষ্ট
অনাচার
5. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
অন্তরঙ্গ-বহিরঙ্গ
উত্তম-মধ্যম
আবশ্যিক-ঐচ্ছিক
শুষ্ক-সিক্ত
6. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
অমৃত-গরল
তস্কর-সাধু
কৃশ-স্কুল
অর্বাচীন-আধুনিক
7. 'নৈসর্গিক' এর বিপরীতার্থক শব্দ-
প্রাকৃতিক
কৃত্রিম
রাত্রিকালীন
দিবাকালীন
8. 'অনুলোপ' এর বিপরীত শব্দ কোনটি?
অভিলোপ
সুলোপ
প্রতিলোপ
বিলোপ
9. 'বিসর্জন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
আবাহন
বিসরন
আবির্ভাব
বিমর্শন
10. 'সফেদ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
শুভ্র
নিকষ
লোহিত
নীলিমা
11. 'দাতা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
দাত্রী
দানকারী
গ্রহীতা
গৃহিতা
12. 'কড়ি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কোমল
মধুর
সরল
হালকা
13. 'বিরল' এর বিপরীতার্থক রূপ হলো-
ব্যতিক্রম
সুলভ
সরল
বিশেষ
14. 'মধুর' শব্দের বিপরীত শব্দ-
তিক্ত
মিষ্টি
অম্লত্ব
মন্দ
15. 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
16. 'আরোহন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নীচে নামা
ওঠা
অবরোহণ
উপরে ওঠা
17. 'ব্যর্থ' শব্দের বিপরীতার্থক-
সার্থক
স্বার্থক
পরার্থ
অপর্থ
18. 'সৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
কৃষ্টি
সংহার
ব্যষ্টি
হাল
19. 'সঠিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সরল
বেঠিক
সহজ
সত্য
20. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য