MCQ
81. 'দেউড়ি' শব্দের বিপরীত শব্দ- রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
বাতায়ন
গবাক্ষ
অলিন্দ
খিড়কি
82. 'খিড়কি' এর বিপরীত শব্দ কী? ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন)। ১৩/
বাতায়ন
গুপ্ত পথ
চিলেকোঠা
ঘসিংহদ্বার
83. 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১/
বিষণ্ণ
বিষাদ
প্রচ্ছন্ন
নিন্দিত
84. 'তেজী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৬/১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫)
অন্তেজ
শক্তি
নিস্তেজ
তেজ
85. 'নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
উদাসীন
জাগরিত
অপকর্ষ
নিস্তেজ
86. 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ কোনটি? এনএসআই এর ডেসপাচ রাইডার। ২১/ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০০
প্রফুল্ল
বিশুদ্ধ
পঙ্কিল
কোনোটিই নয়
87. 'গৌরব' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ০৭।
অপমান
লজ্জা
অমর্যাদা
অহঙ্কার
88. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ- (১৫তম বিসিএস)
শৈত্য
শীতল
উত্তাপ
হিম
89. 'গৃহী' শব্দের বিপরীত শব্দ- ৩৩তম বিসিএস)
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী
90. 'বিরক্ত' শব্দের বিপরীত অর্থ কী? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ১৫/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২]
আদর
অন্ত
অনুরক্ত
অনুজ
91. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি? (৮ম বিজেএস: ১৩।
প্রীতীচী
প্রতীচী
প্রতিচী
প্রীতিচি
92. . 'দুষ্কৃতি' এর বিপরীতার্থক শব্দ কী? (প্রাথমিক প্রধান শিক্ষক। ০৯/
সৎ
ধার্মিক
সদয়
সুকৃতি
93. 'দ্যুলোক' শব্দের বিপরীত শব্দ কোনটি? তিতাস গ্যাস কো. লি. ডেপুটি ইঞ্জিনিয়ার। ১১/
ভূলোক
লোক
কালো
দিবালোক
94. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ- (প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩/ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১২]
আলো
অন্ধকার
কালো
তিরস্কার
95. 'তুরা' এর বিপরীত শব্দ- (জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৬/
বিলম্ব
তাৎক্ষণিক
তাড়াতাড়ি
অপেক্ষা
96. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ২৪তম বিসিএস)
অরণ্য
সমুদ্র
পর্বত
স্থাবর
97. 'চঞ্চল' এর বিপরীত শব্দ কোনটি- তিতাস গ্যাস লি. অফিসার: ১৮।
উৎরাই
অবিচল
অপটু
স্থির
98. 'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯/১২তম বেসরকারী শিক্ষক নিবন্ধন:
বন্ধু
সম্পদ
মহাজন
জমি
99. 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা): ১৩]
পুরাতন
তিরোভাব
ক্ষণকালীন
পরলোক
100. কোনটি 'গুপ্ত' এর বিপরীত শব্দ? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৮/
প্রকাশ
উন্মীলিত
অব্যক্ত
ব্যক্ত