Image
বিভিন্ন দেশের রাজধানী,মুদ্রা ও আইনসভা MCQ
1. 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম—
ইরাক
ইরান
আফগানিস্তান
পাকিস্তান
3. মজলিস উস শুরা –
রাষ্ট্র পরিচালনা পর্ষদ
একটি সংগঠন
একটি সংবিধান
কেন্দ্রীয় কোষাগার
5. আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম---
পুশতুলাকা
লয়া জিরগা
জুকোটি জিরগা
পুশতু জিরগা
6. মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-
মালিদা লৌদী
ফাহমিদা মির্জা
ফাহমিদা নবী
ফাহমিদা ইসলাম
8. Duma হলো--
একটি দেশের আইনসভার নাম
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
এক ধরনের ভাইরাস
একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম
10. 'সীম' কোন দেশের পার্লামেন্টের নাম?
মালেয়েশিয়া
সুইডেন
পোল্যান্ড
নেদারল্যান্ড
11. উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম-
লর্ডস অ্যাসেম্বলি
ফেডারেল অ্যাসেম্বলি
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
হাউজ অব এ্যাসেম্বলি
12. Grand National Assembly কোন দেশের পার্লামেন্ট?
হল্যান্ড
গ্রেট ব্রিটেন
তুরস্ক
অস্ট্রিয়া
13. লয়া জিরগা (Loys Girga) হলো-
মুসলমানদের একটি পবিত্র স্থান
ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান
আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
তিব্বতের আধ্যাত্মিক নেতা
14. ফ্রান্সের আইনসভার নাম কি?
কংগ্রেস
পার্লামেন্ট
ডায়েট
ন্যাশনাল অ্যাসেম্বলি
15. লয়া জিরগা---
আফগানিস্তানের আইনসভা
গোত্রীয় প্রতিনিধিসভা
রাজ্যসভা
কোনোটিই নয়
16. বুন্দেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম?
রুমানিয়া
বুলগেরিয়া
স্পেন
জার্মানি
18. ইসরায়েলের পার্লামেন্টের নাম কি?
Duma (ডুমা)
Diet (ডায়েট)
Knesset (নেসেট)
Congress (কংগ্রেস)