বিভিন্ন দেশের রাজধানী,মুদ্রা ও আইনসভা MCQ
1. স্টেট ডুমা যে দেশের আইনসভা-
জাপান
জার্মানি
তুরস্ক
রাশিয়া
2. What is the name of the British Parliament?
Congress
Parliament
None of them
Diet
3. উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম-
লর্ডস অ্যাসেম্বলি
ফেডারেল অ্যাসেম্বলি
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
হাউজ অব এ্যাসেম্বলি
4. রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
ডুমা
ডায়েট
সোরা
কংগ্রেস
5. লয়া জিরগা---
আফগানিস্তানের আইনসভা
গোত্রীয় প্রতিনিধিসভা
রাজ্যসভা
কোনোটিই নয়
6. The parliament of Russia is known as -
Folketing
Bundestag
Duma and Council of the Federation
Cartes
7. বুন্দেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম?
রুমানিয়া
বুলগেরিয়া
স্পেন
জার্মানি
8. ইসরায়েলের পার্লামেন্টের নাম কি?
Duma (ডুমা)
Diet (ডায়েট)
Knesset (নেসেট)
Congress (কংগ্রেস)
9. আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম---
পুশতুলাকা
লয়া জিরগা
জুকোটি জিরগা
পুশতু জিরগা
10. 'নেসেট' কোন দেশের পার্লামেন্টের নাম?
তুরস্ক
মিশর
সিরিয়া
ইসরাইল
11. Grand National Assembly কোন দেশের পার্লামেন্ট?
হল্যান্ড
গ্রেট ব্রিটেন
তুরস্ক
অস্ট্রিয়া
12. ইরানের আইনসভার নাম কি?
মজলিস
জাতীয় সংসদ
সুরা
কংগ্রেস
13. 'সীম' কোন দেশের পার্লামেন্টের নাম?
মালেয়েশিয়া
সুইডেন
পোল্যান্ড
নেদারল্যান্ড
14. ফ্রান্সের আইনসভার নাম কি?
কংগ্রেস
পার্লামেন্ট
ডায়েট
ন্যাশনাল অ্যাসেম্বলি
15. মজলিস উস শুরা –
রাষ্ট্র পরিচালনা পর্ষদ
একটি সংগঠন
একটি সংবিধান
কেন্দ্রীয় কোষাগার
16. Duma হলো--
একটি দেশের আইনসভার নাম
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
এক ধরনের ভাইরাস
একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম
17. লয়া জিরগা (Loys Girga) হলো-
মুসলমানদের একটি পবিত্র স্থান
ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান
আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
তিব্বতের আধ্যাত্মিক নেতা
18. 'লয়াজিরগা' কোন দেশের আইনসভা ?
ফিজি
সিরিয়া
লেবানন
আফগানিস্তান
19. 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম—
ইরাক
ইরান
আফগানিস্তান
পাকিস্তান
20. মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-
মালিদা লৌদী
ফাহমিদা মির্জা
ফাহমিদা নবী
ফাহমিদা ইসলাম