Image
MCQ
85. মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম—
Abu Obaida
Abu Ghraib
Abu Ghalib
Abu Nazaf
86. ব্ল‍্যাক ওয়াটার একটি-
বিষাক্ত দ্রবণ
নিরাপত্তা সংস্থার নাম
চুক্তি
গোয়েন্দা সংস্থার নাম
88. মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
নিকারাগুয়া
এল সালভেদর
কোস্টারিকা
কলম্বিয়া
91. গুপ্তচর মাতা হারি কোন দেশের লোক ছিলেন?
জাপান
ইন্দোনেশিয়া
হল্যান্ড
থাইল্যান্ড
93. কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলমানদের সমূহ সর্বনাশ করেছে?
মার্থা ম্যাকিনা
রিচার্ড ব্যাটম্যান
হামফ্রে
গ্রীম
94. প্রাক্তন সিআইএ এজেন্ট অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচির কথা ফাঁস করে দেন-
প্রিজম
ফেসবুক
রেইনবো
উইকিলিকস
96. আবু গারিব হচ্ছে-- --
একজন বিজ্ঞানী
একজন বিখ্যাত দার্শনিক
একটি জাদুঘর
একটি জেলখানা
99. 'সুবিক বে' কোথায় অবস্থিত?
ক্যারিবীয় অঞ্চলে
মধ্য-প্রাচ্যে
দক্ষিণ-পূর্ব এশিয়ায়
মধ্য ইউরোপে