বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
201. এক ন্যানো-অ্যাম্পিয়ার সমান-
10^-6 অ্যাম্পিয়ার সমান
10^6 অ্যাম্পিয়ার
10 অ্যাম্পিয়ার
10^-9 অ্যাম্পিয়ার
202. 10 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে প্রকাশ করলে হয়-
10 × 10^-9 ফ্যারাড
10 × 10^-6 ফ্যারাড
10 × 10^-3 ফ্যারাড
10 × 10^-4 ফ্যারাড
203. এলইডি-এর স্তর তৈরি করা হয়-
Si দ্বারা
Pদ্বারা
Ge দ্বারা
GaAs দ্বারা
204. তাপমাত্রা কমলে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি-
স্থির থাকে
কমে
বাড়ে
প্রথমে কমে তারপর স্থির থাকে
205. ট্রানজিস্টরের কোন সংযোগটি বেশি স্থির?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেকটর সার্কিট
সব কয়টি
206. একটি LED বোর্ডের জন্য-
শুধুমাত্র horizontal control প্রয়োজন
শুধুমাত্র vertical control প্রয়োজন
horizontal এবং vertical উভয় control প্রয়োজন
কোনো control প্রয়োজন নেই
207. SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়োজন হয়, তাকে কারেন্ট বলে---
হোল্ডিং
কমুটেশন
গেইট ট্রিগার
ব্রেক ওভার
208. Diode-এর দুটি প্রান্ত হলো-
Gate এবং Drain
Pentrode এবং Triode
Drain এবং Source
Anode এবং Cathode
209. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা একদিকে বিদ্যুৎপ্রবাহ করতে দেয় এবং AC signal-কে rectify করার কাজে ব্যবহৃত হয়, তা হলো-
Univac
Transformer
Diode
Inductor
210. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ হলো-
1eV
2eV
5eV
7eV
211. NPN কমন কালেকটর সার্কিটের জন্য নিচের কোনটি সঠিক?
উচ্চ ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
উচ্চ ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
212. ফুল-ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা-
৪০.৬%
৮১.২%
৯৪%
৭৮.৬%
213. নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী?
রাবার
কাচ
জার্মেনিয়াম
গন্ধক
214. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
LED
Zener
LCD
Incandescent lamp
215. ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোকে দৃশ্যমান করার কাজে ব্যবহৃত এলইডি-এর সংখ্যা-
৫টি
৬টি
৭টি
৮টি
216. নিচের কোন সার্কিটটি ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য ব্যবহৃত হয়?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেক্টর সার্কিট
সব কয়টি
217. সেমিকন্ডাক্টর কৌশলসমূহে ডোপিং করা হয় কেন?
অধিক পাওয়ার বৃদ্ধি করার জন্য
কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য
তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য
সেমিকন্ডাক্টরকে দীর্ঘস্থায়ী করার জন্য
218. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হলো-
2টি
4টি
5টি
8 টি
219. একটি বিশেষ ধরনের diode, যা বিপরীতমুখী ভোল্টেজের ফলে breakdown ঘটে এবং যা সাধারণত ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
anode
LED
Zener
220. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর কী হিসাবে ব্যবহার করা হয়?
রেকটিফায়ার
ডিটেক্টর
অ্যামপ্লিফায়ার
মডুলেটর