Image
বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
221. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
224. PNP এবং NPN ট্রানজিস্টরের প্রতীকের অ্যামিটারে ব্যবহৃত তীর চিহ্নটি নির্দেশ করে-
ইলেকট্রন প্রবাহের দিক
কারেন্ট প্রবাহের দিক
ভোল্টেজের দিক
কোনোটিই নয়
225. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
226. একটি SCR কখন কারেন্ট প্রবাহিত হতে দেয় না?
ফরওয়ার্ড ভোল্টেজ ব্রেক-ওভার ভোল্টেজের চেয়ে ছোট হলে
কারেন্টের মান হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে
গেট পালস না থাকলে
সবগুলোই সঠিক
227. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
229. ইউপিএস (UPS)-এর ব্যাকআপ সময় কীসের উপর নির্ভরশীল?
ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার
ব্যাটারির বিদ্যমান চার্জ
লোড
সবগুলো
230. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
১:১
১:২
২:১
১:৪
231. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
233. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
234. ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
235. একটি ১০ মিনিট ফুল লোড ব্যাকআপ বিশিষ্ট ইউপিএস, হাফ লোডে আনুমানিক ব্যাকআপ সময় হবে-
৫মিনিট
১০ মিনিট
২০ মিনিট
৪০ মিনিট
236. অর্ধপরিবাহী ডায়োডকে কী বলা হয় --
রেকটিফায়ার
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
কোনোটিই নয়
237. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
238. একটি Chopper সার্কিট মূলত-
ডিসি থেকে এসি কনভার্টার
এসি থেকে ডিসি কনভার্টার।
ডিসি থেকে ডিসি কনভার্টার
কোনোটিই নয়
239. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ডায়োড
ট্রান্সফর্মার
ক্যাপাসিটর
সবগুলো
240. ফুল-ওয়েভ রেক্টিফায়েড ভোল্টেজ এবং কারেন্ট রিপ্ল ফ্যাক্টর-
0.44
0.46
0.48
0.50