EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বেসিক ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেকট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
181. একটি 220V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
একই পরিমাপ
182. বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
প্রোটনের প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
নিউট্রনের প্রবাহ
তাপের প্রবাহ
185. ১০০ ওয়াট ও ২০০ ভোল্টবিশিষ্ট একটি বাতির রোধ কত?
১০০ ওহম
৪০০ ওহম
২০০ ওহম
৫০ ওহম
186. ৪Ω রোধের একটি তারকে টেনে 6 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384Ω
785Ω
48Ω
14Ω
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য ৪ এবং রোধ = 642 হলে পরিবাহীর রোধ = 6x8 = 48Ω
188. 33 Ω resistor সার্কিটে 2-A ত্বড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টরের ভোল্টেজ কত?
33V
66V
80V
132V
189. গৃহস্থালিতে ব্যবহৃত সিঙ্গেল ফেজ লাইনের বৈদ্যুতিক বিভব-
880V
200V
220V
440V
190. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়
191. In an LC oscillator, the frequency of oscillation is:
Proportional to LC
Proportional to square root of LC
Inversely proportional to the square root of LC
Independent of the value of LC
192. BJT-এর Base হয়?
Heavily doped
Moderately doped
Not doped
Lightely doped
ব্যাখ্যা: ব্যাখ্যা: The heavy doping of the emitter region and the light doping of the base region cause many more electrons to be injected from the emitter into the base than holes to be injected from the base into the emitter.
193. একটি ৬০৯-এর বাল্ব দৈনিক ১৫ ঘণ্টা জ্বালালে-মাসে বিদ্যুৎ ব্যয় হবে-
২৭ ইউনিট
২০ ইউনিট
৩৫ ইউনিট
৪০ ইউনিট
194. ব্যাটারির রেটিং প্রকাশ করা হয়-
অ্যাম্পিয়ার
ওয়াট
অ্যাম্পিয়ার আওয়ার
ওয়াট আওয়ার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাটারির রেটিং প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার আওয়ার (Ahr)-এ।
196. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ বা Internal resistance-এর মান শূন্য, তাকে Ideal voltage source বলে। অর্থাৎ, এ ধরনের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হতে কোনো বাধা পায় না, যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই। সুতরাং, এ ধরনের ভোল্টেজ সোর্সে কোনো পাওয়ার লস হয় না এবং দক্ষতা 100% হয়।
197. একটি Capacitor-এর বিভব ৩৮ বাড়াতে ১২ µc চার্জ লাগলে ঐ Capacitor-এর Capacitance কত?
36 µF
15 µF
4 µF
0.25 µF
198. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
ব্যাখ্যা: ব্যাখ্যা: ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার প্রবণতাকে ম্যাগনেটোমোটিভ ফোর্স বা MMF বলে। MMF- এর একক Ampere-turn.
199. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৭ ঘণ্টা জ্বললে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
20.3kWh
203kWh
21.31kWh
290kWh
200. DC voltage বাড়ানোর জন্য কোন Device ব্যবহৃত হয়?
Inverter
Chopper
Snubber
Cyclo-converter
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ চপার এক ধরনের স্ট্যাটিক সুইচ, যার সাহায্যে স্থির মানের ডিসি ভোল্টেজকে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে রূপান্তর করা যায়।