Image
বেসিক ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেকট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
123. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বুঝায়?
ইলেকট্রন ও প্রোটন
প্রোটন ও নিউট্রন
নিউট্রন ও ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
128. কোনো সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ ও রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে তাদের মধ্যকার কারেন্টের মান কত হবে?
দ্বিগুণ
ছয়গুণ
চারগুণ
আটগুণ
129. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
130. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
উপাদান ল
তড়িৎপ্রবাহ
দৈর্ঘ্য
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফ
132. কোনো চৌম্বকক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার মান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না?
আধানের পরিমাণ
চৌম্বকক্ষেত্রের মান
আধানের বেগ
আধানের প্রকৃতি
133. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
কোনোটিই নয়
134. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম?
গ্যালিলিও
ম্যাক্সওয়েল
ম্যাক্সপ্লাঙ্ক
আইনস্টাইন
135. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ
136. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
137. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
qE
q/E
E/q
q^2E
138. ১ বৈদ্যুতিক ইউনিট = ?
১ ওয়াট-সেকেন্ড
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-সেকেন্ড
১ কিলোওয়াট-ঘণ্টা
139. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ফ্যারাডের সূত্র
লেঞ্জ এর সূত্র
ফ্লেমিং এর ডান হাত সূত্র
ফ্লেমিং এর বাম হাত সূত্র
140. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য