138. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়? 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা:  ব্যাখ্যা: ফ্যারাডের সূত্র হতে তড়িচ্চালক বল কীভাবে আবিষ্ট হয় তা জানা গেলেও এর ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে লেঞ্জ-এর ব্যাখ্যা করেন। তার সূত্রটি হলো- "যে-কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"