MCQ
61. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
একাডেমি সংঘ
ভাষা আন্দোলন মঞ্চ
তমদ্দুন মজলিশ
বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
62. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমিন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
63. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো -
আঞ্চলিকতা
ধর্ম
রাজনীতি
ভাষা ও সংস্কৃতি
64. কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়?
১১ মার্চ, ১৯৪৭
১১ মার্চ, ১৯৪৮
১৭ মার্চ, ১৯৪৯
৭ মার্চ, ১৯৫৭
65. ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' কে এই নেতা?
খাজা নাজিমউদ্দীন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
আইয়ুব খান
66. 'তমদ্দুন মজলিশ' ছিল একটি
সাংস্কৃতিক প্রতিষ্ঠান
সামাজিক প্রতিষ্ঠান
রাজনৈতিক প্রতিষ্ঠান
দাতব্য প্রতিষ্ঠান
67. ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত কে?
জ্যোতির্ময় গুহ ঠাকুরদা
জিতেন ঘোষ
ধীরেন্দ্রনাথ দত্ত
মুহম্মদ আব্দুল হাই
68. ১৯৪৮ - ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে প্রতিবছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হতো ?
৩০ জানুয়ারি
২৬ ফেব্রুয়ারি
১১ মার্চ
২১ এপ্রিল
69. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল?
৭
৪৮
৫৬
৬৬
70. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
তমদ্দুন মজলিশ
ভাষা পরিষদ
আমরা বাঙালি
মাতৃভাষা পরিষদ
71. ' তমদ্দুন মজলিশ' কত সালে
২ সেপ্টেম্বর, ১৯৪৬
১ বা ২ সেপ্টেম্বর, ১৯৪৭
২ সেপ্টেম্বর, ১৯৪৮
২ সেপ্টেম্বর, ১৯৫০
72. কে প্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন ?
আবুল হাশেম
শেখ মুজিবুর রহমান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
73. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বি-জাতিতত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙালি জাতীয়তাবাদ
74. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
নুরুল আমিন
আতাউর রহমান
খাজা নাজিমউদ্দীন
আবু হোসেন সরকার
75. রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয় ।
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
76. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন কে?
তমিজউদ্দীন খান
সৈয়দ আজমত খান
ধীরেন্দ্রনাথ দত্ত
মনোরঞ্জন ধর
77. ভাষা আন্দোলন শুরু হয়-
১৯৪৭
১৯৪৮
১৯৫০
১৯৫২
78. ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান 'তমদ্দুন মজলিশ' কার নেতৃত্বে গঠিত হয়? / তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন?
অধ্যাপক আবুল কাসেম
কামরুদ্দিন আহমদ
আবদুল মতিন
আবদুস সালাম