Image
ভাষা আন্দোলন MCQ
21. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
এক রাজনৈতিক মতবাদের
এক সাংস্কৃতিক আন্দোলনের
এক নতুন জাতীয় চেতনার
এক নতুন সমাজ ব্যবস্থার
22. বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে?
নীলিমা ইব্রাহিম
বেগম সুফিয়া কামাল
লিলি ইসলাম
সনজিদা খাতুন
23. বাংলা একাডেমির প্রথম পরিচালক কে?
কাজী মোতাহার হোসেন
ড. এনামুল হক
প্রফেসর আব্দুল হাই
মাযহারুল ইসলাম
24. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
. শিল্পকলা একাডেমি
25. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
প্রফেসর আব্দুল হাই
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
কাজী মোতাহার হোসেন
অধ্যাপক মাযহারুল ইসলাম
26. বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কী?
সেলিনা হোসান
হাবিবুল্লাহ সিরাজী
আনিসুজ্জামান
আনোয়ার হোসেন
27. বাঙালি জাতিসত্তার প্রতীক কী?
ভাষা একাডেমি
শিল্পকলা একাডেমি
জাতীয় জাদুঘর
বাংলা একাডেমি
28. কবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
১৯ ডিসেম্বর, ১৯৭০
৩ ডিসেম্বর, ১৯৫৫
২১ ফেব্রুয়ারি, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
29. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
৯ মে, ১৯৫৪
২২ ফেব্রুয়ারি, ১৯৫৩
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
30. ভাষা শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী?
অপরাজেয় বাংলা
অঙ্গীকার
মোদের আশা
মোদের গরব
31. বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে?
শিল্পকলা একাডেমি
শিশু একাডেমি
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
32. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
বর্ধমান হাউজ
বাংলা ভবন
আহসান মঞ্জিল
33. বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কী?
মুহম্মদ নূরুল হুদা
হাবিবুল্লাহ সিরাজী
আনিসুজ্জামান
সেলিনা হোসেন
34. কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
২৩ মার্চ, ১৯৫২
২৩ মার্চ, ১৯৫৪
২৩ মার্চ, ১৯৫৬
২৩ মার্চ, ১৯৬২
35. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
এশিয়াটিক সোসাইটি
নজরুল বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
36. বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে?
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
শামসুর রাহমান
ভাষা শহিদ বরকত
আবদুল করিম সাহিত্য বিশারদ
37. বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়?
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
38. ২১ ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস পালিত হয়
১৯৫২ সালে
১৯৫৩ সালে
১৯৫৮ সালে
১৯৫৫ সালে
39. বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহিদ মিনার নির্মিত হয়?
বাহরাইনে
সংযুক্ত আরব আমিরাতে
মিশরে
ওমানে
40. কোথায় নজরুল স্মৃতিকক্ষ নির্মাণ করা হয়েছে?
বাংলা একাডেমিতে
চারুকলা ইনস্টিটিউটে
কলা ভবনে
ময়মনসিংহে