Image
ভাষা আন্দোলন MCQ
41. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
42. নিচের কোন স্থানটি অন্য স্থানগুল হতে আলাদা?
মুজিবনগর
থিয়েটার রোড, কলকাতা
রেসকোর্স ময়দান
কেন্দ্রীয় শহিদ মিনার
44. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? / ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ফাল্গুন মাসের কত তারিখ ছিল?
৮ ফাল্গুন
৯ মাঘ
৩১ পৌষ
২৯ মাঘ
45. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমউদ্দীন
নুরুল আমিন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
46. ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র -
আব্দুস সালাম
আবুল বরকত
রফিক উদ্দিন
সকলেই
47. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির প্রথম শহিদ -
রফিক
সালাম
বরকত
জব্বার
48. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁদের একজনের নাম / বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন কে?
ইকবাল
আসাদ
সালাম
নূর হোসেন
49. ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মোচন করেন?
শহিদ শফিউরের বাবা
শহিদ জব্বারের বাবা
শহিদ বরকতের মা
শহিদ সালামের বাবা
50. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি / নকশাকার কে?
হামিদুর রহমান
শামীম সিকদার
আমিনুল ইসলাম
নিতুন কুন্ডু
51. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয়?
২০ জানুয়ারি, ১৯৫২
২ ফেব্রুয়ারি, ১৯৫২
১৮ ফেব্রুয়ারি, ১৯৫২
৩০ বা ৩১ জানুয়ারি, ১৯৫২
52. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহবায়ক কে ছিলেন?
আবদুল মতিন
সৈয়দ নুরুল আলম
ডাক্তার গোলাম মাওলা
কাজী গোলাম মাহবুব
53. ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট দেশের সর্বোচ্চ শহিদ মিনার কোনটি ?
কেন্দ্রীয় শহিদ মিনার
কুয়েট শহিদ মিনার
বুয়েট শহিদ মিনার
জাহাঙ্গীরনগর শহিদ মিনার
54. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আব্দুর রশীদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মওলানা ভাসানী
খান সাহেব ওসমান আলী
55. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?
১৩৫৮
১৩৫৯
১৩৭০
১৩৭১
56. কে বায়ান্নর ভাষা শহিদ নন?
সালাম
জব্বার
আসাদ
বরকত
57. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?
খোকা
আবাই
আবু
আবুল
58. শহিদ মিনারের নকশা কে করেন?
শিল্পী ফনিভূষণ
শিল্পী মুর্তজা বশীর
শিল্পী নিতুন কুন্ডু
শিল্পী মৃণাল হক
59. ১৯৫২ সালের কোন তারিখে প্রথম শহিদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয়?
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
60. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গর্ভনর জেনরেল কে ছিলেন?
খাজা নাজিমউদ্দীন
মোহাম্মদ আলী জিন্নাহ
নূরুল আমীন
মালিক গোলাম মোহাম্মদ