ভৌগোলিক উপনাম MCQ
1. কোনটি 'সম্মেলনের শহর' বলে খ্যাত?
জেনেভা
কায়রো
টোকিও
লন্ডন
2. Pearl Island নামে খ্যাত দেশ কোনটি?
Baharain
Greenland
Ireland
Thailand
3. প্রাচ্যের ভেনিস কোনটি?
সিঙ্গাপুর
চট্টগ্রাম
ব্যাংকক
ওসাকা
4. 'ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে?
বেলজিয়াম
ফ্রান্স
জার্মানি
ফিনল্যান্ড
5. আইসল্যান্ড হলো-
মুক্তার দ্বীপ
লবঙ্গ দ্বীপ
পান্নার দ্বীপ
আগুনের দ্বীপ
6. কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
গ্রানাডা
বাহামা
কিউবা
কোস্টারিকা
7. 'ইউরোপের ক্রীড়াঙ্গন' বলা হয় কোন দেশটিকে?
Switzerland
France
England
Germany
8. কোন শহরকে 'সিটি অব কালচার' বলা হয়?
Rome
Athens
Paris
Amsterdam
9. 'ইউরোপের দ্বার' বলা হয়-
ভিয়েনা
বন
লন্ডন
রোম
10. নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
নেদারল্যান্ড
বেলজিয়াম
ফিনল্যান্ড
সুইজারল্যান্ড
11. বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
লাসা
পিয়ংইয়ং
কাবুল
উলানবাটোর
কোনোটিই নয়
12. নিষিদ্ধ দেশ বলা হয়-
ইসরাইলকে
তিব্বতকে
আফগানিস্তানকে
কিউবাকে
13. উত্তরের ভেনিস' বলা হয়-
কুইবেক
রোম
স্টকহোম
অসলো
14. Baghdad was known as- --
Abode of Peace (শান্তি নীড়)
Desert City (মরুভূমির শহর)
Green city (সবুজ শহর)
Democratic City (গণতান্ত্রিক শহর)
15. বিশ্বের কোন শহরকে 'দক্ষিণের রানি' বলা হয়?
ওসাকা
সিডনি
নিউইয়র্ক
ওয়েলিংটন
কোনোটিই নয়
16. বাগদাদ শব্দের অর্থ কি?
ন্যায় বিচারক
ন্যায় বিচারের উদ্যান
ন্যায় বিচার
ন্যায় সঙ্গত
17. Which country is called the 'Playground of Europe"?
Switzerland
France
England
Germany
None of them
18. ভারতের কোন শহরকে Wifi-শহর বলা হয়?
দিল্লি
বেঙ্গালুর
কলকাতা
জয়পুর
19. কোন শহরটি 'বিগ আপেল' (Big Apple) পরিচিত-
প্যারিস
লন্ডন
নিউইয়র্ক
সিঙ্গাপুর
20. Which country is referred to as "down under"?
Australia
USA
England
Japan