মধ্যযুগ MCQ
161. কবি গোবিন্দদাস কার ভাবশিষ্য ছিলেন?
জয়দেব
শ্রী চৈতন্যদেব
বিদ্যাপতি
চণ্ডীদাস
162. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
মনসামঙ্গল
শীতলামঙ্গল
চণ্ডীমঙ্গল
পদাবলি
163. 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি কে?
কৃত্তিবাস
মালাধর বসু
মানিক দত্ত
কানাহরি দত্ত
164. কোনো মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
৩টি
৫টি
৭টি
৮টি
165. মঙ্গলকাব্যের রচয়িতা নন-
ভারতচন্দ্র
বড়ু চণ্ডীদাস
মুকুন্দরাম চক্রবর্তী
বিজয় গুপ্ত
166. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
মারাঠি
হিন্দি
মৈথিলি
গুজরাটি
167. 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান / শ্রেষ্ঠ কবি কে?
কানাহরি দত্ত
শাহ মুহম্মদ সগীর
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
168. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কী?
রাজাদের প্রাপ্তি
রাজা ও সভাসদের মনোরঞ্জন করা
রাজকবির দায়িত্ব পালন
স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
169. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
চতুর্দশপদী কবিতা
চর্যাপদ
ছোটগল্প
মঙ্গলকাব্য
170. কোনটি আধুনিক যুগের কাব্য?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
কালিকামঙ্গল
সারদামঙ্গল
171. মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশী?
শিবায়ন ও ধর্মঠাকুর
মনসা ও শিবমঙ্গল
চণ্ডী ও শিবায়ন
মনসা ও চণ্ডী
172. 'কবিকঙ্কন' কার উপাধি?
মালাধর বসু
মাইকেল মধুসূদন দত্ত
মুকুন্দরাম চক্রবর্তী
মানিক বন্দ্যোপাধ্যায়
173. মঙ্গলকাব্যের কবি নন কে?
কানাহরি দত্ত
মানিক দত্ত
ভারতচন্দ্র
দাশু রায়
174. 'মঙ্গলকাব্য' সমূহের বিষয়বস্তু মূলত-
লোকসংগীত
পীর পাঁচালী
ধর্মবিষয়ক আখ্যান
মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
175. মধ্যযুগীয় এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ-
মঙ্গলকাব্য
চর্যাচর্যবিনিশ্চয়
গীতকাব্য
জীবনীকাব্য
176. কোন দেবীর কাহিনী নিয়ে 'মনসামঙ্গল' কাব্য রচিত?
লক্ষ্মীন্দরের দেবী
বেহুলা ও চাঁদসুন্দর
মনসা দেবী
পদ্মাবতী দেবী
177. বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন?
৩ জন
২ জন
৪ জন
৫ জন
178. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা?
মঙ্গলকাব্য
অনুবাদ সাহিত্য
রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান
বৈষ্ণব পদাবলি
179. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
শশাঙ্কদেবের
যশোবর্ধনের
লক্ষ্মণসেনের
হর্ষবর্ধনের
180. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
সংস্কৃত ভাষা