Image
MCQ
141. মার্কো পোলো---
গ্রীনল‌্যাণ্ড আবিষ্কার করেন
কানাডা আবিষ্কার করেন
উত্তমাশা অন্তরীপ ঘুরেন
চীন, ভারত ও এশিয়া ভ্রমণ করেন
142. সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট---
বাশার আল আসাদ
নিজাম আল আসাদ
বশির আল আসাদ
নাসের আল আসাদ
143. কোন দেশে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিম্বের উন্মেষ ঘটে?
চীন
যুক্তরাজ্য
রাশিয়া
যুক্তরাষ্ট্র
144. সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে সহায়তা করছে—
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
রাশিয়া
ইরান
145. বিশ্বের অন্যতম প্রাচীন শহর কোনটি?
কায়রো
ভেনিস
লন্ডন
দামেস্ক
146. চীনের সাথে কোন দেশের কোনো সীমানা নেই?
জাপান
চীন
যুক্তরাষ্ট্র
কানাডা
147. ফিলিস্তিন বা প্যালেস্টাইনের বর্তমান প্রেসিডেন্ট কে?
হামিদ কার্জাই
মাহমুদ আহমেদি নেজাদ
মাহমুদ আব্বাস
বাসার আল আসাদ
148. প্যালেস্টাইনের জন্য 'ফ্রিডম ফ্লোটিলা' কোন দেশ কর্তৃক দেশ কর্তৃক প্রেরিত হয়?
জাপান
সুইজেন
ফিনল্যান্ড
তুরস্ক
149. চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?
১৪টি
১৬টি
১৮টি
১২টি
150. ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কী নামে পরিচিত?
আবু আলা
আবু মাজেন
নাবিল ফাত্তাহ
আবু জহির
151. ফিলিস্তিন বা প্যালেস্টাইনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
আকবর রাফসানজানি
মাহমুদ আব্বাস
মোহাম্মদ শতেয়াহ
ইয়াসির আরাফাত
152. চীনে '৪ মে আন্দোলন' সংঘটিত হয়—
১৯১৭ সালে
১৯১৮ সালে
১৯১৯ সালে
১৮০৪ সালে
153. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?
ইরাক
লেবানন
সিরিয়া
ইরান
154. ইসরায়েল কর্তৃক অপারেশন ডিফেন্সিভ শিশু কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? / Operation Defensive Shield কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
ফিলিস্তিনিদের
ইরাকিদের
আফগানদের
কাশ্মীরিদের
155. কোন দেশের সাথে সিরিয়ার কোন সীমান্ত সংযোগ নেই? / কোন দেশের সাথে সিরিয়া তার সীমানা ভাগ করে না?
লেবানন
ইরান
তুরস্ক
জর্ডান
157. চীন আবিষ্কার করেন কে?
মার্কো পোলো
গ্যালিলিও
উইলিয়াম হার্সেল
লিভিংস্টোন
158. সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম কী?
বাথ পার্টি
আল আনসার পার্টি
সিরিয়ান পার্টি
গণতান্ত্রিক পার্টি
159. 'আলেপ্পো' শহরটি কোথায় অবস্থিত?
মিশর
ইরান
ইরাক
সিরিয়া
160. বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
চীন
ভারত
মায়ানমার
বাংলাদেশ