MCQ
61. সিগন্যালের পারস্পরিক রূপান্তর করে-
রাউটার
হাব
গেটওয়ে
মডেম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: Modem Modem is short for Modulater- Demodalater. Modem converts analog signals m digital and vice versa, it may be considered an Analog to digital converter or digital to analog converter.
Roster : Router connect two or more different networks
Hub : A hub is a physical layer networking device which is used to connect multiple devices in a network. Gateway: A gateway is a hardware device.
62. ১ টেরা সমান --- গিগাবইট?
১২০০
১১০০
১০০০
২১০০
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: ১ বিট = ০ বা ১, ৮ বিট ১ বাইট, ১ কিলোবাইট = ১০২৪ বাইট, ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট, ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট, ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট, ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট, ১ এক্সবাইট = ১০২৪ পেটাবাইট, ১ জেটবাইট = ১০২৪ এক্সবাইট। কিন্তু কোম্পানিগুলো তাদের ডিভাইসগুলোর স্টোরেজের হিসেবের সুবিধার্থে এক্সটা-২৪ অংশটুকু বাদ দিয়ে হিসেবে করে, তাই সেক্ষেত্রে স্টোরেজ কম পাওয়া যায়।
63. কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
DVU
UVD
VDU
CCTV
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের সাথে টিভি পর্দার মতো যে অংশ থাকে, তাকে মনিটর বলে। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। মনিটরকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটও বলা হয়।
মনিটর সাধারণত তিন ধরনের হয়ে থাকে, যথা-
(i) CRT monitor, (ii) LCD monitor, (iii) LED monitor
64. কোনটি সর্বোচ্চ তথ্য সংরক্ষণ করতে সক্ষম?
Hard disk
CD
RAM
3.5 HD floppy disk
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: হার্ড ডিস্কঃ কম্পিউটারের মধ্যে বিশাল সংখ্যক ডাটাকে স্টোভ ও ব্যাকআপ-এর জন্য একটি স্টোরেজ প্রয়োজন পড়ে। সর্বোচ্চ তথ্য সংরক্ষণের জন্য Hard disk ব্যবহার করা হয়।
65. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত Processor- এর মধ্যে Pentiam-এর গতি সর্বোচ্চ।
- Pentium-এর গতি 60MHz - 300MHz
-80486 DX-এর গতি 16MHz - 100MΗz
-80386:-এর গতি 12MHz - 40MHz
66. www (world wide web)-এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নার্স-লি
জেফ বেজোস
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: টিম বার্নার্স-লি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। বিল গেটস মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। স্টিভ জবস একজন আমেরিকান উদ্ভাবক, ডিজাইনার এবং অ্যাপল কম্পিউটারের সহ-উদ্যোক্তা, সিইও ও চেয়ারম্যান। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
67. DVD-এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
CD Rom
Fорру
Blue Ray Disk
Red Ray Disk
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: CD = 650 or 700MB
DVD = 4.7GB or 8.5GB
BR = 25GB or 50GB
Floppy = 360KB or 1.2MB
68. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semiconductor memory
Electromechanical element
69. কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি-স্টোরেজ হিসাবে ব্যবহার অনুপযোগী?
Too Slow
Unreliable
Volatility
Too Bulky
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: RAM is a volatility memory. RAM is a part of Computer's main URAM directly accessible by CPU. RAM is used to read and write data into it which is a accessed by CPU randomly.
70. একটি Hard disk তৈরি হয় যা দিয়ে, তা হলো-
semiconductor memory devices
magnetic disk
metallic disk
magnetic tape
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: Hard disk are flat, circular plates made of alumi or glass and coated with a magnetic material.
71. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।
72. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC- Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
73. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
74. কোনটি সর্বোচ্চ তথ্য সংরক্ষণ করতে সক্ষম?
Hard disk
CD
RAM
3.5 HD floop disk
75. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor RAM হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
76. কোন ধরনের Memory device-এর Accession speed সর্বোচ্চ?
RAM
Hard disk
HD floppy disk
CD
77. একটি Hard disk তৈরি হয় যা দিয়ে, তা হলো-
semiconductor memory devices
magnetic disk
metallic disk
magnetic tape
78. WINDOWS কী?
Antivirus software
Data strong device
Operating system
Programming language
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: Windows হলো Microsoft Corporation নামের একটি বিখ্যাত IT Company দ্বারা তৈরি করা একটি Graphical Interface Operating System. এই Operating System-টিকে ব্যবহার করা হয় বিভিন্ন Device-গুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। যেমন- Computer, Laptop Smartphone-গুলোতে Microsoft-এর Windows OS ব্যবহার করা হয় সেগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য।
79. একটি কম্পিউটারের Basic components হচ্ছে-
Input/Output devices, RAM and motherboard
Keyboard, monitor, memory and CPU
ক এবং খ উভয়ই
Keyboard, hard disk, processor and monitor
80. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
কী-বোর্ড
মাউস
স্ক্যানার
প্রিন্টার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে সমস্ত পেরিফেরালস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার যাবতীয় ইনফরমেশন ও নির্দেশনা গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরের পর তা কম্পিউটারের মেমরিতে সংরক্ষণ করে তাদেরকে ইনপুট ডিভাইস বলে। যেমন- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, মাইক্রোফোন ইত্যাদি। পক্ষান্তরে, প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস, যা ব্যবহার করে চিত্র এবং বিভিন্ন লেখা কাগজে ছাপানো যায়।