MCQ
361. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী?
চন্দ্রবাড়ি
ভবেরপাড়া
টুংগীপাড়া
শিমুলিয়া
362. অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি---
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ
শেখ মুজিবুর রহমান
ক্যাপ্টেন মনসুর আলী
363. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল?
বেনাপোল
করিমগঞ্জ
মুজিবনগর
৮ নং থিয়েটার রোড, কলকাতা
364. ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
মোহাম্মদ ইউসুফ আলী
আবদুল মান্নান
365. ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন-
ক্যাপ্টেন মনসুর আলী
অধ্যাপক ইউসুফ আলী
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
366. ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়?
বুড়িপোতা
আমঝুপি
মানিক নগর
বৈদ্যনাথতলা
367. মুজিবনগরে কোন পদ্ধতির সরকার গঠিত হয়?
সরকার শাসিত
রাষ্ট্রপতি শাসিত
উভয়ই
কোনোটিই নয়
368. কবে মুজিবনগর দিবস পালন করা হয়?
১০ এপ্রিল
১৭ এপ্রিল
১৭ মার্চ
২৭ মার্চ
369. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন মন্ত্রিপরিষদ শাসিত--
সরকার শাসিত
রাষ্ট্রপতি শাসিত
উভয়ই
কোনোটিই নয়
370. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করান?
ক্যাপ্টেন মনসুর আলী
তাজউদ্দীন আহমদ
অধ্যাপক ইউসুফ আলী
সৈয়দ নজরুল ইসলাম
371. মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?
১০
১১
১২
১৩
372. মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ
শেখ মুজিবুর রহমান
ক্যাপ্টেন মনসুর আলী
373. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে --
১০ এপ্রিল, ১৯৭১
১২ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
374. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়—
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
375. বাংলাদেশের প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন –
ক্যাপ্টেন মনসুর আলী
অধ্যাপক ইউসুফ আলী
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
376. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়—
মুজিবনগর হতে
ঢাকা হতে
খুলনা হতে
কালুরঘাট হতে
377. কত সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়?
১০ এপ্রিল, ১৯৭১
১২ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
378. মুক্তিযুদ্ধকালে কত তারিখে কলকাতার ৮ নং থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' গঠন করা হয়?
১০ এপ্রিল, ১৯৭১
১১ এপ্রিল, ১৯৭১
১২ এপ্রিল, ১৯৭১
১৩ এপ্রিল, ১৯৭১
379. কখন বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদ্ধতির সরকার গঠিত হয়?
১৯৭৫
১৯৭২
১৯৭১
১৯৮০
380. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
মোহাম্মদ ইউসুফ আলী
আবদুল মান্নান