Image
মুক্তিযুদ্ধ MCQ
481. এ. কে. পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
ফজলুল হক
চৌধুরী খালেকুজ্জামান
মুহাম্মদ আলী
ইভান্দার মীজা
482. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
২৫০টি
২৭৫টি
৩০০টি
৩০৯টি
483. কবে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বা সংবিধান প্রবর্তিত হয়?
১৯৪৭ সালে
১৯৫২ সালে
১৯৫৪ সালে
১৯৫৬ সালে
484. যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
কৃষি ও খাদ্য
কৃষি ও পল্লী উন্নয়ন
শিল্প, বাণিজ্য ও শ্রম
আইন,বিচার ও সংসদ
485. কবে বঙ্গবন্ধু প্রথমবারের মতো মন্ত্রী হয়েছিলেন?
১৯৫৪
১৯৬৬
১৯৬৯
১৯৭২
486. কত বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য বা মন্ত্রী জন?
৩৪
৩৬
৪১
২০
487. কবে কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৬
১৯৫৭
১৯৬১
488. বাংলাদেশের শিক্ষা দিবস পালিত হয়।
১৭ সেপ্টেম্বর
১৮ জুন
২১ আগষ্ট
১২ মে
489. ১৯৫৬ সালে, কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
শিল্প, বাণিজ্য ও শ্রম
আইন, বিচার ও সংসদ
কৃষি ও পল্লী উন্নয়ন
কৃষি ও খাদ্য
490. বাংলাদেশের শিক্ষা দিবসকবে?
১৭ সেপ্টেম্বর
১৮ জুন
১২ মে
২১ আগষ্ট
491. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
২৮০টি
২২৩টি
২৯৮টি
১৭১টি
492. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
সিরাজগঞ্জ
টাঙ্গাইল
ঢাকা
কুমিল্লা
493. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
সন্তোষ, টাঙ্গাইল
তাহিরপুর, সুনামগঞ্জ
রোজ গার্ডেন, ঢাকা
হাটিকুমরুল, সিরাজগঞ্জ
494. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
মুসলিম লীগ
কংগ্রেস
ন্যাপ
যুক্তফ্রন্ট
495. ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচত্রে যুক্ত ছিলেন না?
নবাব স্যার সলিমুল্লাহ
মওলানা ভাসানী
এ. কে. ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
496. ঐতিহাসিক কাগমারী সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কী?
স্যার সলিমউল্লাহ
শহিদ তিতুমীর
আবদুল হাকিম
মাওলানা ভাসানী
497. কখন পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়?
১৯৫৬ সালে
১৯৬২ সালে
১৯৬৯ সালে
১৯৫২ সালে
498. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী কে ছিলে?
মাওলানা ভাসানী
হাজী দানেশ
মাওলানা আতাহার আলী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
499. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে কোন শ্রেণির প্রভাব পরিলক্ষিত হয়?
নিম্নবিত্ত শিক্ষিত শ্রেণি
মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণি
উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণি
মধ্য ও উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণি
500. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
খাজা নাজিমুদ্দিন
ইস্কান্দার মির্জা