MCQ
1721. নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্ব ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত ধরা হয়, তাকে চক্রগতির বলে।
ব্যাস
ব্যাসার্ধ
আয়তন
ক্ষেত্রফল
1722. সমতুল ক্ষয় বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং-এর ফ্রিকশনাল টর্ক-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: Frictional torque of collar and pivot hearing is cniculated on the basis of two assumptions. Uniform pressure theory It is assumed that the inunsity of pressure on the beuring surface is constant. Uniform wear theory- It is assumed that there is uniform wear of the bearing surface.
For flat bearing
Using uniform pressure theory
Frictional torque, T= 2 μWF(Ro^3-R1^3)/3(Ro^-R1^2)
Using uniform wear theory :
Frictional torque, T= μF( (Ro+R1) = μFR
F = axial load,
Ro R1= External and internal radius of collar bearing
R = Mean radits of collar bearing.
For Conical bearing:
Using uniform pressure theory
Frictional torque T= 2/3 μWR cosecɑ
Using uniform wear theory
Frictional torque, T= 2/3 μFR cosecɑ
F = axial load,
R = Radius of shaft
1723. সলিনয়েড দেখতে কোনটির অনুরূপ?
প্লাইয়ার
স্প্রিং
হাতুড়ি
টেস্টটিউব
1724. যে গিয়ারকে অন্য একটি শ্যাফটের সাথে সংযুক্ত করে ঘুরানো হয়, তাকে --গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
1725. স্প্রিং ক্ষেত্রে টানের সূত্র কোনটি?
T = Kδ
TK = AB
T = Ksinθ
T = Kcosθ
1726. একটি স্কু জ্যাক-এ লোড W-কে নিচে নামানোর জন্য এ প্রয়োজনীয় 'বল-
P = W tan(ɑ-ϕ)
P = W tan(ɑ+ϕ)
P = W tan(ϕ-ɑ)
P = W cos(ϕ+ɑ)
1727. সর্বোচ্চ ক্ষমতার জন্য বেল্টের গতি-
T/3
T.3/3
√(T/3m)
√(3m/T)
1728. জু-এর দক্ষতার সূত্র কোনটি?
դ = cotɑ/tan(ɑ+ϕ)
դ = tanɑ / tan(ɑ+ϕ)
դ = tan(ɑ+ϕ)/tanx
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: আমরা জানি, ভারকে উত্তোলিত করতে স্কু পরিধিতে প্রয়োজনীয় বল,
F = w tan(ɑ+ϕ)
W= ভার
৫= হেলিক্স কোণ
μ= স্কু এবং নাটের মধ্যে
ঘর্ষণাংক =tanφ
Tanφ = 0
দক্ষতা/কর্মক্ষমতা = প্রয়োজনীয় আদর্শ বল/বাস্তবে প্রয়োজনীয় বল
=Fo/F
դ = w tanɑ /W tan(ɑ+ϕ) = w tanɑ/ tan(ɑ+ϕ)
դ = tanɑ /tan(ɑ+ϕ)
1729. একই সমতুল্য চাপ বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং- এর ফ্রিকশনাল টর্ক প্রযুক্ত হয়-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
1730. একটি ক্রু জ্যাক-এ লোড W-কে উত্তোলনের জন্য প্রয়োজনীয় বল-
P = W tan(ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W tan (ɑ+ϕ)
P = W cos (ɑ+ϕ)
1731. একটি স্কু জ্যাক-এর কার্যদক্ষতা সর্বোচ্চ হবে, যখন-
α= 45°+ ϕ/2
α = 45° - ϕ/2
α= 90°+ ϕ
α= 90°- ϕ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: The maximum efficiency of screw jack is when helix
angle a is a =45° -2/ ϕ
If the friction angie is greater then the helix angle, the torque required to lower the loud will positive, indicating that an effort is applied to lower the loud Such a screw is known as a self locking screw.
1732. 10kg ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত?
2.5 kg-m²
40kg-m²
50kg- m²
70kg-m²
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: আমরা জানি,
I = mr² = 10 ×〖0.5〗^2=2.5kg m²
দেওয়া আছে,
M = 10kg: r = 0.5m
1733. কংক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়-
ট্রিপার
ফেন
ট্রাক
বেল্ট কনভেয়র
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: কংক্রিটকে একস্থান হতে অন্যস্থানে বহন করার জন্য বেশট কনজ্যোর দ্রুততম মাধ্যম। কারণ বৈদ্যুতিক মাধ্যমে বেগের মাধ্যমে কোনো জনবল ছাড়াই কংক্রিট স্থানান্তর করা যায়।
1734. ভি-বেল্টের গ্রুত অ্যাঙ্গেল সাধারণত কত থাকে?
20°-30°
34°-38°
40°-44°
55°-60°
1735. গিয়ারের এডেন্ডাম ও ডিভেন্ডাম-এর মধ্যে ফাঁকা স্থানকে বলে-
ডিভেনডাম
অ্যাভেনডাম।
ক্লিয়ারেন্স
কার্যকরী গভীরতা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: ক্লিয়ারেন্স (Clearance) বা হাড়। দুটি গিয়ার যখন পরস্পর মিলিত হয় তখন একটি গিয়ারের ডিডেন্ডাম এবং অপর গিয়াদের এজেন্ডাম এ দুয়ের মধ্যে যে পরিমাণ শূন্যস্থান বা ফাঁক (Gap) থাকে তাকে বুঝায়। দাঁতের পূর্ণ গভীরতা হতে দাঁতের কার্যকরী গভীরতা নিয়োগ করে এর মান নির্ণয় করা হয়।
1736. শক্তি স্থানান্তরের জন্য শক্তির উৎসের শ্যাফটের সাথে সংযোজিত গিয়ারকে -গিয়ার বলে।
চালক
চালিত
আইডেল
স্পার
1737. মানুষ তার হাতকে ইচ্ছেমতো নাড়াতে বা উপর-নিচে উঠানামা করাতে পারে। এই বিষয়টি যান্ত্রিকভাবে কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
বল ও সকেট
ট্রেনের হেলিক্যাল স্প্রিং
বৈদ্যুতিক তারের কম্পনরোধক ড্যাম্পার
ক খ ও গ সবগুলোই সঠিক
1738. Gear-এর Pitch circle-এর ব্যাস এবং দাঁতের সংখ্যার অনুপাতকে বলা হয়?
Module
Back lash
Addendum
Dedendum
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: মডিউল (Module) : সার্কুলার পিচ, পিড সার্কেলের যত অংশ মডিউল পিচ ডায়ামেটারের তত অংশ। অর্থাৎ, পিয় ডায়ামেটারকে (মিমি) দাঁতের সংখ্যা দ্বারা ভাগ করলে গিয়ার মডিউল পাওয়া যায়। ৩টি ডায়ামেট্রাল পিচ-এর বিপরীত।
মডিউল পিচ = বিচ সার্কেলের ডায়ামেট্রাল/দাঁতের সংখ্যা =1 / ডায়ামেট্রাল পিচ
1739. Unified thread-এর pitch angle কত?
45°
55°
60°
65°
1740. ০.১২৫ সেমি ব্যাসের ইস্পাতের তার দিয়ে নির্মিত একটি হেলিক্যাল স্প্রিং-এর গড় ব্যাস ১.২৫ সেমি হলে তার স্প্রিং ইনডেক্স হবে-
১০
০.১০
১১
০.১১
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: আমরা জানি,
স্প্রিং ইনডেক্স,
C = D/d =1.25/0.125 = 10
দেওয়া আছে,
তারের ব্যাস,
d = 0.125 cm
কয়েলের গড় ব্যাস, D = 1.25cm
স্প্রিং ইনডেক্স, C =