MCQ
1761. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
1762. কোনটি টর্কের সূত্র?
F x r
2T
2N
NT
1763. যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে কী অক্ষ বলে?
রেফারেন্স অক্ষ
লেখচিত্র অক্ষ
প্রতিসম অক্ষ
জ্যামিতিক অক্ষ
1764. রেডিয়াস অব জাইরেশন-এর একক কোনটি?
M^3
M^4
M^2
M
1765. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়
1766. ভরকেন্দ্র কয়টি পদ্ধতিতে নির্ণয় করা যায়?
৫টি
৩টি
৬টি
৪টি
1767. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে-
y/3দূরে
y/2দূরে
y/4দূরে
কোনোটিই নয়
1768. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
1769. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
1770. একটি বস্তুর কয়টি ভরকেন্দ্র থাকে?
১টি
২টি
৩টি
৪টি
1771. Y ̅ নির্ণয়ের ফর্মুলা কোনটি?
ΣΑx/ΣΑy
ΣΑ/Σαy
ΣAy/ΣΑ
Ay/ΣΑ
1772. 1 m^3 সমান কত মিলিলিটার (ml)?
1000ml
10^6ml
10^2ml
10^5ml
1773. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
g/2 গুণ বৃদ্ধি পাবে
g গুণ বৃদ্ধি পাবে
2g গুণ কমিবে
2g গুণ বৃদ্ধি পাবে
1774. SI এককে তরলের আপেক্ষিক ওজন কত?
9.81 kN/m^3
9.81 x10^3 N/m^3
9.81 x 10^-6 N/mm^3
সবগুলো
1775. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
1776. মোমেন্ট কয় প্রকার?
৫ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
1777. বস্তুর যে কেন্দ্র বরাবর পৃথিবী আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর বলে।
মোমেন্ট অব ইনার্শিয়া
ভরকেন্দ্র
ত্বরণ
বল
1778. ত্রিভুজের উচ্চতা h হলে শীর্ষ থেকে ত্রিভুজের CG পর্যন্ত দূরত্ব কত?
h/3
h/4
4h/3
2h/3
1779. ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে, 1xx = কত
IcG + A (y ̅ - y)^2
IcG + A (x ̅ - x) ²
ক , খ
কোনোটিই নয়
1780. x ̅ নির্ণয়ের ফর্মুলা কোনটি?
ΣΑΧ/A
AX/ΣA
ΣAy/ ΣA
ΣAx/ΣA