Image
মেট্রোলজি MCQ
3. যন্ত্রঘন্টা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ অনুমানিক যন্ত্রঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
4. টেপারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কোনটি?
L=D+d/2 tanθ
L=D-d/2 tanθ
L=D-2d/2 tanθ
L=D-d/ tanθ
7. মুখ্য ব্যয় হলো-
প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + উৎপাদন ব্যয়
প্রত্যক্ষ খরচ + কারখানার উপরি খরচ
প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+ প্রত্যক্ষ খরচ
উৎপাদন ব্যয় + বিক্রয়
8. স্থায়ী খরচ কী?
যে খরচ উৎপাদনের পরিমাণের অনুপাতে কমবেশি হয়
উৎপাদনের পরিমাণ কম বা বেশি হলেও যে খরচের পরিবর্তন হয় না
কোনো প্রতিষ্ঠানের অফিস ও প্রশাসন বাবদ যে ব্যয় হয়
কোনোটিই নয়
9. একটি ঘনবস্তুর আয়তনের সূত্র কোনটি?
আয়তন=a+b+c
আয়তন = a x b x c
আয়তন=(a+b) x c
আয়তন=(a+b+c)/2
10. ব্রেক ইভেন পয়েন্ট কী?
যে পয়েন্টে সর্বোচ্চ লাভ পাওয়া যায়
সে পয়েন্টে সর্বোচ্চ লোকসানের হিসাব করা যায়
সে পয়েন্টে না লাভ না ক্ষতি থাকে
কোনোটিই নয়
11. টার্নিং-এর সময় বস্তুটি এক পাক ঘুরলে টুল বিট বা বাটালিটি যতটুকু এগিয়ে যায়, তাকে-- বলে।
ডেপথ অব কাট
কাটিং
ফিড
কোনোটিই নয়
12. প্রত্যক্ষ মালের শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x ১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
13. স্থায়ী খরচ কোনটি?
প্রত্যক্ষ মালামাল ও শ্রম
বিক্রয় কমিশন
জ্বালানি শক্তি
কারখানা ভাড়া
14. মেশিনের অলস সময় কী?
মেশিনের কর্মচলমান সময়
মেশিনের মেরামত সময়
মেশিনের কর্মহীন সময়
কোনোটিই নয়
16. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 200cm²। এর উচ্চতা 20cm হলে সমান্তরাল বাহু দু'টির গড় কত?
10cm
20cm
30cm
40cm
17. প্রত্যক্ষ খরচ কোনটি?
কারখানা ভাড়া
বিজ্ঞাপন খরচ
বিক্রয় ও বিলি খরচ
পরিবহন খরচ
18. প্রত্যক্ষ মজুরির শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার = অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
19. সরলরৈখিক পদ্ধতির সূত্রটি লেখ।
অবচয়, D= D/N
অবচয়, D= R(C- S)/ (1+R) N
অবচয়, D=(C- S)/N
অবচয়, D= C- N/ S
20. কোনটি পরোক্ষ খরচ?
বিশেষ ধরনের নকশা খরচ
যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া খরচ
পরিবহন খরচ
বিদ্যুৎ বিল