EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

মেট্রোলজি MCQ
1. স্থায়ী খরচ কোনটি?
প্রত্যক্ষ মালামাল ও শ্রম
বিক্রয় কমিশন
জ্বালানি শক্তি
কারখানা ভাড়া
ব্যাখ্যা: স্থায়ী খরচঃ উৎপাদন কম বা বেশি হলেও যে খরচ একই থাকে এবং উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, তাকে স্থায়ী খরচ বলে। যেমন- প্রকৌশলী, প্রশাসক, ফোরম্যান ও তদারককারীর বেতন ভাতাদি, বাড়ি ভাড়া, যন্ত্রপাতির অপচয়, বিমা ইত্যাদি স্থায়ী খরচের অন্তর্ভুক্ত।
2. মুখ্য ব্যয় হলো-
প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + উৎপাদন ব্যয়
প্রত্যক্ষ খরচ + কারখানার উপরি খরচ
প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+ প্রত্যক্ষ খরচ
উৎপাদন ব্যয় + বিক্রয়
3. টার্নিং-এর সময় বস্তুটি এক পাক ঘুরলে টুল বিট বা বাটালিটি যতটুকু এগিয়ে যায়, তাকে-- বলে।
ডেপথ অব কাট
কাটিং
ফিড
কোনোটিই নয়
4. একটি ঘনবস্তুর আয়তনের সূত্র কোনটি?
আয়তন=a+b+c
আয়তন = a x b x c
আয়তন=(a+b) x c
আয়তন=(a+b+c)/2
7. কোনটি পরোক্ষ খরচ?
বিশেষ ধরনের নকশা খরচ
যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া খরচ
পরিবহন খরচ
বিদ্যুৎ বিল
ব্যাখ্যা: পরোক্ষ মালামাল খরচ--প্রত্যক্ষ খরচ ব্যতীত সকল প্রকার ব্যয়কে পরোক্ষ মালামাল খরচ বলে। যেমন- (১) কারখানা তাড়া (২) বিমা (৩) টেলিফোন খরচ (৪) পৌর কর (৫) বিদ্যুৎ (৬) পানি বিল (৭) কর্মচারীর বেতন (৮) কাগজপত্র ক্রয়
8. যন্ত্রঘন্টা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ অনুমানিক যন্ত্রঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
9. মেশিনের অলস সময় কী?
মেশিনের কর্মচলমান সময়
মেশিনের মেরামত সময়
মেশিনের কর্মহীন সময়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেশিনের অলস সময় (Iitle time) : উৎপাদন ছাড়া মেশিন বা জস্ত্র যদি কর্মহীন অবস্থায় থাকে, তবে তাকে মেশিনের অলস সময় বলে। এটা মেশিনের যান্ত্রিক কারণ, সঠিক পরিকল্পনার অভাব, কর্মীর অলস সময়ের কারণে হয়ে থাকে।
10. ব্রেক ইভেন পয়েন্ট কী?
যে পয়েন্টে সর্বোচ্চ লাভ পাওয়া যায়
সে পয়েন্টে সর্বোচ্চ লোকসানের হিসাব করা যায়
সে পয়েন্টে না লাভ না ক্ষতি থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্রেক ইভেন্ট পয়েন্ট- যে বিন্দুতে মোট বিক্রয়গত আয় মোট ব্যয় রেখা পরস্পরকে ছেদ করে ঐ বিন্দুকে ব্রেক ইভেন্ট বিন্দু বলে। কী পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয় করলে পরিচালন ব্যয় ফেরত আসবে তা পরিচালন ব্রেক ইভেন্ট বিন্দু বিশ্লেষণের মাধ্যমে জানা যায়।
11. টেপারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কোনটি?
L=D+d/2 tanθ
L=D-d/2 tanθ
L=D-2d/2 tanθ
L=D-d/ tanθ
12. স্থায়ী খরচ কী?
যে খরচ উৎপাদনের পরিমাণের অনুপাতে কমবেশি হয়
উৎপাদনের পরিমাণ কম বা বেশি হলেও যে খরচের পরিবর্তন হয় না
কোনো প্রতিষ্ঠানের অফিস ও প্রশাসন বাবদ যে ব্যয় হয়
কোনোটিই নয়
13. প্রত্যক্ষ খরচ কোনটি?
কারখানা ভাড়া
বিজ্ঞাপন খরচ
বিক্রয় ও বিলি খরচ
পরিবহন খরচ
ব্যাখ্যা: প্রত্যক্ষ মালামাল খরচ (Direct expenses) # প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়, তাকে সরাসরিভাবে প্রত্যক্ষ খরচ বলে। এ প্রকার খরচের উদাহরণ নিম্নে দেয়া হলো- (১) কোনো উৎপাদনের গবেষণা ও পরীক্ষামূলক খরচ। (২) বিশেষ ধরনের নকশা খরচ। (৩) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া করা। (৪) উৎপাদনের উপর সেলামি প্রদান করা।
15. প্রত্যক্ষ মজুরির শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার = অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
17. অবচয় একটি --খরচ।
প্রত্যক্ষ
যান্ত্রিক
পরোক্ষ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রত্যক্ষ মালামাল খরচ (Direct expenses) : প্রত্যক্ষ মাল ও প্রত্যক্ষ শ্রম ছাড়াও উৎপাদনে কিছু খরচ হয়, তাকে সরাসরিভাবে প্রত্যক্ষ খরচ বলে। এ প্রকার খরচের উদাহরণ নিম্নে দেয়া হলো- (১) কোনো উৎপাদনের গবেষণা ও পরীক্ষামূলক খরচ। (২) বিশেষ ধরনের নকশা খরচ। (৩) যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া করা। (৪) উৎপাদনের উপর সেলামি প্রদান করা। পরোক্ষ মালামাল খরচ: প্রত্যক্ষ খরচ ব্যতীত সকল প্রকার মালামাল প্রত্যক্ষ খরচ। (১) কারখানা ভাড়া (২) বিমা (৩)পৌর কর (৪)বিদ্যুৎ পানি বিল (৫) বিক্রয়মূল্য (৬) টেলিফোন খরচ (৭) কলকব্জার অবচয় (৮) অফিস ভাড়া (৯)কর্মচারীর বেতন (১০)কাগজপত্র ক্রয়
18. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 200cm²। এর উচ্চতা 20cm হলে সমান্তরাল বাহু দু'টির গড় কত?
10cm
20cm
30cm
40cm
19. প্রত্যক্ষ মালের শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x ১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
20. সরলরৈখিক পদ্ধতির সূত্রটি লেখ।
অবচয়, D= D/N
অবচয়, D= R(C- S)/ (1+R) N
অবচয়, D=(C- S)/N
অবচয়, D= C- N/ S