Image
MCQ
2. ১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
৬ সেকেন্ড
১৬ সেকেন্ড
১০ সেকেন্ড
২৬ সেকেন্ড
3. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য এর রচয়িতা কে?
বড়ু চন্ডিদাস
বৃন্দাবন দাস
কাহুপা
মুকুন্দরাম চক্রবর্তী
5. 9.8N ওজনের কোনো বস্তু চন্দ্রে ওজন কত?
19.6 N
16 N
7.8 N
1.63 N
6. যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-
ভূর্তপূর্ব
ফুলেল
অদৃশ্য
বর্ণচোরা
7. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
৫০
৪৯
১০০
৮১
8. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
১৮ মে
২৫ জুন
১২ জুন
১৮ জুন
9. গিন্নি কোন শ্রেণির শব্দ
অর্ধ-তৎসম
খাঁটি বাংলা
দেশি
বিদেশি
10. Which one of the following phrases means to 'tolerate'?
put up with
putdown of
put of
put up
11. কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
৮%
১০%
১৫%
১২%
12. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন?
১৯৪১
১৯২৮
১৯২৯
১৯৩০
13. Which one of these words in not correctly spelt ?
Pronunciation
spontaneous
humorous
mysterious
14. দাঁত ও হাড় গঠনের জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?
সি
ডি
বি
15. . বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
১৮ ট্রিলিয়ন ঘন ফুট
১২ ট্রিলিয়ন ঘন ফুট
২ ট্রিলিয়ন ঘন ফুট
১৫ ট্রিলিয়ন ঘন ফুট
16. একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, ক্ষেত্রফল কত বর্গ সেমি?
২৪
৪৮
৬০
১৪
17. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
19. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী
সীতারাম
বিষবৃক্ষ
আনন্দ মঠ
20. কোনটি পর্তুগিজ শব্দ?
চাকু
ছুরি
চামচ
আলপিন