EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
62. Choose the correct question tag to complete the sentence below: 'You have detected the problem already,-?
have you
didn't you
isn't it
haven't you
63. পানি পথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
রক্তাক্ত প্রান্তর
পরাক্রম
বিদ্রহী পদ্মা
নীল দর্পন
ব্যাখ্যা: তথ্য: রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
64. 'Nobody believes a liar.' The correct passive form of the above sentence is :
A liar is never believed by anyone.
A liar should not be believed by anyone
A liar is not believed by anyone.
A liar is believed by nobody.
65. 'পক প্রণালি' কোন দুটি দেশকে পৃথক করেছে?
ভারত ও পাকিস্তান
মরোক্ক ও স্পেন
ইরান ও ওমান
ভারত ও শ্রীলংকা
ব্যাখ্যা: তথ্য: ভারত শ্রীলংকাকে পৃথক করেছে 'পক প্রণালি'। এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে।
66. . Big apple বলা হয় কোন শহরকে? (১২তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৫)
বেলজিয়াম
রোম
নিউইয়াক
গ্রেট ব্রিটেন
ব্যাখ্যা: তথ্য: কিছুলোক আছে যারা বলে যে নামটি এমন কিছু ধনী পরিবার থেকে এসেছিল যেগুলি মহামন্দার সময় ধন- সম্পদের পতনের পরে শহরের রাস্তায় আপেল বিক্রি করতে বাধ্য হয়েছিল। এমনকি একটি গল্প আছে যা ১৯ শতকে ইভ নামে পরিচিত এক মহিলার মালিকানাধীন পতিতালয়ের মেয়েদের শহরের লোকেরা বিগ আপেল হিসাবে উল্লেখ করেছিলেন।
67. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
সমরিৎ রায় চৌধুরী
কাইয়ুম চৌধুরী
তারেক সুজাত
সমর মজুমদার
ব্যাখ্যা: তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি প্রকাশ করে 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
69. বাংলাদেশ বর্তমান Internet এর কোন যুগ আছে?
4G
5G
2G
3G
70. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম কী?
জেলা পরিষদ
ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ
সিটি কর্পোরেশন
ব্যাখ্যা: তথ্য: ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হল বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিনম্ন প্রশাসনিক ইউনিট। বাংলাদেশের বর্তমানে ৪৫৭১ টি ইউনিয়ন আছে।
71. Identify the correct sentence:
She prefers dancing to sining
She prefers to dance than to sing
She prefers dancing more than singing.
She prefers dance to sing.
72. ১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
৪ টি
৫ টি
২ টি
৩ টি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৪ টি তথ্য: এখানে, ১৯+১০=২; ২৯+১=৫; ২২+২৯=৮; ৩২+১২ = ১০. ২,৫,৮ এবং ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রুপে লেখা যায়।
73. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
১৭০২
১৭০৪
১৭২৭
১৭০৩
ব্যাখ্যা: তথ্য: সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় ১৭০৩ সালে। নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে। নবাব মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব।
75. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯২২ সালে
১৯২৩সালে
১৯২০সালে
১৯২১সালে
ব্যাখ্যা: তথ্য: স্যার সলিমুল্লাহর দান করা ৬০০ একর জমিতেই ১৯২১ সালে
76. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
বিহারীলাল চক্রবর্তী
নবীনচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: তথ্য: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
77. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
১৯৪৭ সালের ২৩ জুন
১৯১৫ সালের ১৫ মার্চ
১৯১৪ সালের ২৮ জুলাই
১৯১৮ সালের ১১ নভেম্বর
ব্যাখ্যা: তথ্য: প্রথম বিশ্বযুদ্ধ যা মহাযুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল।
78. মালয়েশিয়ার প্রথম প্রধামন্ত্রী কে ছিলেন?
আব্দুল্লাহ আহমদ বাদাবি
মাহাথির বিন মোহাম্মদ
টুংকো আব্দুর রহমান
টুন আব্দুর রাজ্জাক আল হোসেন
ব্যাখ্যা: তথ্য: মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসির প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ।
79. ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
১৯৬ বর্গসেমি
১৪৬ বর্গসেমি
৯৮ বর্গসেমি
৪৯ বর্গসেমি
ব্যাখ্যা: তথ্য: বৃত্তের ব্যাস হবে = ৭+৭=১৪ সে.মি আমরা জানি, বর্গের কর্ণ = V2.a বর্গের ক্ষেএফল a² সুতরাং, বর্গের কর্ণ, V2.a = 14 ➤ a=14/v2 ➤ a²=(14/v2)² ➤ a² = ৯৮ বর্গসেমি
80. পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
সৈয়দ সুলতান
আলাওল
বিদ্যাপতি
সাবিরিদ খাঁ
ব্যাখ্যা: তথ্য: মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি সৈয়দ আলাওল রচিত 'পদ্মাবতী' হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ। 'পদ্মাবতী' তার অমর কীর্তি। এ কাব্যে বাড়বতা ও কাল্পনিকতার চমৎকার মিশেল আছে। বাস্তবতা ও আলৌকিকতার সংমিশ্রণে 'পদ্মাবতী' কাব্যেটি তিনি মাগন ঠাকুরের আদেশে রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা।