Image
শব্দ MCQ
261. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
তুরূপ, রুইতন
চাহিদা, শিখ
আনারস, আলপিন
বোস্টম, গিন্নী
262. পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
সংস্কৃত
ফারসী
হিন্দি
আরবী
263. কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ঢোল
ঈদ
হালুয়া
খোদা
264. কোনটি আরবি শব্দ?
মিটিং
শরিফ
সুপারিশ
কেরাণী
265. আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ওলন্দাজ ভাষা হতে
দেশী ভাষা হতে
আরবী ভাষা হতে
পর্তুগিজ ভাষা হতে
266. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?
ফারসি
চৈনিক
ইংরেজি
ফারসি
267. হরতন’ কোন ভাষার শব্দ?
ইংরেজি
জাপানী
ওলন্দাজ
হিন্দী
268. নিচের কোনটি তৎসম শব্দ?
হাত
লতা
ডিম
বাড়ি
269. ফরাসী শব্দ কোনটি?
চিনি
আনারস
হরতন
রেস্তোঁরা
270. কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?
পুত্র
কেষ্ট
পুত্তর
বিষ্ট
271. নিচের কোনটি দেশী শব্দ?
আনারস
চন্দ্র
কণ্ঠ
কুলা