Image
শব্দ MCQ
221. তৎসম শব্দ বলতে কি বোঝায়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২)
তদ্ভব শব্দ
সংস্কৃত শব্দ
দ্বিরুক্তি
কৃদন্ত শব্দ
222. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা: ০৬)
মৌলিক শব্দ
যোগরূঢ় শব্দ
সাধিত শব্দ
যৌগিক শব্দ
223. যেসব সংস্কৃত শব্দ কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে? (বেসিক ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১২)
তৎসম শব্দ
অর্ধ-তৎসম শব্দ
তদ্ভব শব্দ
মিশ্র শব্দ
224. সুহৃদ কী ধরনের শব্দ? (১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
225. 'গৃহিণী' কি জাতীয় শব্দ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৫)
বিদেশি
সংস্কৃত
আধা-সংস্কৃত
দেশি
226. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (পিটিআই এর শিক্ষক: ১৯)
জলজ
সহজ
জলদ
বনজ
227. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে? (পাসপোর্ট এও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৩)
দেশি শব্দ
তৎসম শব্দ
অর্ধ -তৎসম শব্দ
তদ্ভব শব্দ
228. কোনটি তৎসম শব্দ? (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
চা
কান
চেয়ার
ধর্ম
229. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (সিজিডিএফ এর অডিটর: ১৯)
যৌগিক শব্দ
রূঢ়ি শব্দি
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ
230. কোনটি মৌলিক শব্দ? (৩৭তম বিসিএস)
ফুলেল
হাতল
গোলাপ
ধাতব
231. যোগরূঢ় শব্দ কোনটি? (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর: ১৯)
ঝরনা
পাথার
নদী
জলধি
232. নিচের কোনটি তৎসম শব্দ? (৬৯ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১০)
চাঁদ
বালতি
ভবন
হরতাল
233. তৎসম শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৭]
বৈষ্ণব
চামার
নক্ষত্র
ঈমান
234. কোনটি সাধিত শব্দ নয়? (৩২তম বিসিএস)
পানসা
গোলাপ
মানব
একাঙ্ক
235. নিচের কোন শব্দটি তৎসম শব্দ? (সিজিএ এর জুনিয়র অডিটর: ২২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৭)
জীবন
পেট
গোয়ালা
ডিঙ্গি
236. নিচের কোনটি যোগরূঢ় শব্দ? [বিএডিসি'র হিসাব সহকারী: ১৯]
দৌহিত্র
তুরঙ্গম
বাঁশি
তৈল
237. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ/ 'সন্দেশ' অর্থগত দিক থেকে কোন শ্রেণির শব্দ? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক: ১৬)
মৌলিক
রূঢ়ি
যৌগিক
যোগরূঢ়
238. কোনটি যোগরূঢ় শব্দ? (১৬তম প্রভাষক নিবন্ধন। ১৯)
পঙ্কজ
প্রবীণ
সন্দেশ
গায়ক
239. কোনটি রূঢ়ি শব্দ? [সোনালী ব্যাংক অফিসার (মুক্তিযোদ্ধা): ১৯]
জলধি
কর্তব্য
মধুর
প্রবীণ
240. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ? [১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]
যৌগিক
যোগরূঢ়
মৌলিক
রূঢ়ি