শব্দ MCQ
241. কোন দুটি শব্দ যৌগিক শব্দ? (সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৮]
হস্তী, বাঁশি
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ
242. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়? (জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১)
রূপ
বাক্য
শব্দাংশ
অর্থ
243. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
বাংলা ও ফারসি
ইংরেজি ও তৎসম
ইংরেজি ও বাংলা
ফারসি ও আরবি
244. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? [৩৫তম বিসিএস]
লিঙ্গ পরিবর্তন দ্বারা
সমাস দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, গ তিন উপায়েই হয়
245. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
চারটি
পাঁচটি
দুইটি
তিনটি
246. মৌলিক শব্দ কোনটি? (১৪তম বিসিএস)
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
247. বাকি,নগদ,খাজনা শব্দগুলো কোন ভাষা থেকে আগত?
জাপানি
ফার্সি
আরবি
পর্তুগিজ
248. অর্থবোধক ধ্বনিকে বলা হয়- [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক:১১]
বাক্য
উপসর্গ
শব্দ
প্রত্যয়
249. কোনটি মৌলিক শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১২।
কলোনা
ডিঙ্গা
ফুল
চাকা
250. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে- (বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার: ২০)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
251. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ০৫)
আরবি থেকে
হিন্দি থেকে
উর্দু থেকে
ফারসি থেকে
252. এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১১]
পদ
শব্দ
প্রকৃতি
ধাতু
253. 'মিতালি' কোন প্রকৃতির শব্দ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক:১৬]
যৌগিক
রূঢ়ি
অব্যয়
যোগরূঢ়
254. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না- (উত্তরা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ): ০৮ / বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
255. গঠন অনুসারে শব্দ কয় প্রকার? (বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯)
তিন
দুই
পাঁচ
চার
256. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৯)
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
257. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- (১৭তম বিসিএস / প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯)
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
258. নতুন শব্দ গঠন করে- (১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৫)
সন্ধি ও সমাস
সন্ধি ও কারক
সমাস ও পদ
প্রত্যয় ও পুরুষ
259. . বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? [পিএসসির সহকারি পরিচালক: ৯৮]
৫%
১০%
৮%
১২%
260. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- ( রাকাব এর অফিসার: ১৪)
পদ
ধ্বনি
কারক
ঘবর্ণ