Image
MCQ
241. বাকি,নগদ,খাজনা শব্দগুলো কোন ভাষা থেকে আগত?
জাপানি
ফার্সি
আরবি
পর্তুগিজ
242. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?
ফারসি
চৈনিক
ইংরেজি
ফারসি
243. হরতন’ কোন ভাষার শব্দ?
ইংরেজি
জাপানী
ওলন্দাজ
হিন্দী
244. নতুন শব্দ গঠন করে- (১২তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৫)
সন্ধি ও সমাস
সন্ধি ও কারক
সমাস ও পদ
প্রত্যয় ও পুরুষ
245. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না- (উত্তরা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ): ০৮ / বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
246. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়? (জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১)
রূপ
বাক্য
শব্দাংশ
অর্থ
247. গঠন অনুসারে শব্দ কয় প্রকার? (বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ / পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯)
তিন
দুই
পাঁচ
চার
248. অর্থবোধক ধ্বনিকে বলা হয়- [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক:১১]
বাক্য
উপসর্গ
শব্দ
প্রত্যয়
249. কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ঢোল
ঈদ
হালুয়া
খোদা
250. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
বাংলা ও ফারসি
ইংরেজি ও তৎসম
ইংরেজি ও বাংলা
ফারসি ও আরবি
251. মৌলিক শব্দ কোনটি? (১৪তম বিসিএস)
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
252. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
তুরূপ, রুইতন
চাহিদা, শিখ
আনারস, আলপিন
বোস্টম, গিন্নী
253. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- ( রাকাব এর অফিসার: ১৪)
পদ
ধ্বনি
কারক
ঘবর্ণ
254. এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১১]
পদ
শব্দ
প্রকৃতি
ধাতু
255. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? [৩৫তম বিসিএস]
লিঙ্গ পরিবর্তন দ্বারা
সমাস দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, গ তিন উপায়েই হয়
256. কোনটি আরবি শব্দ?
মিটিং
শরিফ
সুপারিশ
কেরাণী
257. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
বিদেশী
দেশী
তৎসম
তদ্ভব
258. পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
সংস্কৃত
ফারসী
হিন্দি
আরবী
259. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৯)
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
260. আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ওলন্দাজ ভাষা হতে
দেশী ভাষা হতে
আরবী ভাষা হতে
পর্তুগিজ ভাষা হতে