Image
MCQ
41. 'আমরা' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
তুমি ও আমি
সে, তুমি ও আমি
সে ও আমি
আমি, তুমি ও সে
44. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
নিয়ন
ফ্রেয়ন
অক্সিজেন
হাইড্রোজেন
47. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল-
মুর্শিদাবাদ
ঢাকা
গৌড়
জাহঙ্গীর নগর
49. রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কি?
সেন্ট পিটার্সবার্গ
মস্কো
বাকু
ভলগাগ্রাড
50. 'সে গত মাসেও কাজে যোগদান করেনি' কোন কালের উদাহরণ?
সাধারন অতীত
সাধারণ বর্তমান
নিত্যবৃত্ত অতীত
নিত্যবৃত্ত বর্তমান
51. 'স্বাধীনতা তুমি' কবিতা শামসুর রাহমান কোন সনে লিখেছিলেন?
১৯৭১
১৯৭৫
১৯৮১
১৯৮৬
52. 'চশমা' শব্দ বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
সিংহলি
53. Identify the same of clause in the underlined sentence: Your body digests whatever you eat.
noun clause
adjective clause
adverbial clause
coordinate clause
54. নিচের কোন শব্দটি বিসর্গ সন্ধি সাধিত?
মনোরম
তঙ্কর
পরস্পর
সংরক্ষণ
55. Choose the correct indirect speech. He remarked, 'Two and two makes four'.
He remerked that two and two would make four.
He remarked that two and two made four.
He remarked that two and two makes four
He remarked that two and two make four.
56. 'মজলুম আদিব' কোন কবির ছদ্মনাম?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
সিকদার আমিনুল হক
শামসুর রাহমান
57. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
টি. এস. এলিয়ট
ডব্লিউ. বি. ইয়েটস
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
58. আমার দেখা নয়াচীন' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কোন সনে?
২০২১
২০২০
১৯৫৪
১৯৫২