Image
ষ-ত্ব বিধান MCQ
1. কোন বানানটি শুদ্ধ?
পুরষ্কার
অভিষেক
পোষাক
ষ্টেশন
2. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
সমীচীন
সান্ত্বনা
মুমূর্ষু
ফটোষ্ঠ্যাট
3. স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয় এমন উদাহরণ কোনটি?
কৃষক
বর্ষা
ঔষধ
কাষ্ট
4. কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
5. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়?
মুমূর্ষু
ভাষা
প্রতিষ্ঠান
কষ্ট
6. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
কৃষ্ণ
কল্যাণীয়েষু
ভাষ্য
অভিষেক
7. স্বভাবতই 'য' হয়েছে নিচের কোন শব্দে?
মহর্ষি
আষাঢ়
মুমূর্ষু
বৃষ্টি
8. কোনটি শুদ্ধ বানান?
দূষণ
দুষণ
দুশন
দূশন
9. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে-
'স' এর পূর্বে বসেছে বলে
'ষম্' মূলরূপ থেকে উৎসারিত হওয়ায়
'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
স্বভাবত 'ষ' বসে
10. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয় না?
তৎসম
বিদেশী
তদ্ভব
সংস্কৃত
11. নিম্নের কোন বানানটি শুদ্ধ?
কল্যানীয়েসু
কল্যাণিয়েষু
কল্যাণীয়েষু
কল্যাণিয়েসু
12. কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
মাষ্টার
পোষাক
পোশাক
পোষ্ট
13. কোনটি শুদ্ধ বানান?
শশিভুসন
শশিভূষণ
শসিভূষন
শশিভুসণ
14. শুদ্ধ বানান কোনটি?
আকৃষ্ঠ
অকৃষ্ট
অকৃস্ট
আকৃষ্ট
15. নিচের কোনটি সঠিক বানান?
নিষ্পন্ন
নিষ্পন্ন
নিস্পন্ন
কোনোটিই নয়
16. কোন জাতীয় শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার হয়?
লোকজ শব্দে
দেশি শব্দে
বিদেশি শব্দে
তৎসম শব্দে
17. নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে 'য' বসেছে?
কৃষক
ষড়ঋতু
ঋষি
কাষ্ঠ
18. নিপাতনে সিদ্ধ 'য' এর ব্যবহার হয়েছে কোনটিতে?
মুমূর্ষ
অনুষঙ্গ
বর্ষণ
ভূষণ
19. কোন বানানটি সঠিক?
মহর্সি
মহর্ষি
মহর্ষী
মহর্শি
20. কোন শব্দটির বানান সঠিক?
দোষণীয়
দূষণীয়
দূষনিয়
দোষনীয়