MCQ
21. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
এম. এইচ, খন্দকার
সৈয়দ মাহমুদ হোসেন
রফিকুল হক
22. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
১১তম
১২তম
১০তম
১৩তম
23. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? / মৌলিক অধিকার লঙ্ঘন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় মামলা করার ক্ষমতা দেওয়া আছে? / কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
৭
১১
১০১
৩১
24. সাংবিধানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে?
জাতীয় সংসদ
সুপ্রিম কোর্ট
আইন মন্ত্রণালয়
আইন কমিশন
25. সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেকোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে?
১০৩
১০২
১০৪
১০৫
26. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
১১০
১১৫
১১৭
১২০
27. সংবিধানের ১১৫ নং অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
বিজেএসসি চেয়ারম্যান
28. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
বাংলাদেশ ব্যাংক
তথ্য কমিশন
নির্বাচন কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
29. জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়?
হাইকোর্ট বিভাগে
আপিল বিভাগে
মানবাধিকার কমিশনে
আইন মন্ত্রণালয়ে
30. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতসমূহ প্রতিষ্ঠিত?
৯৩
১০৫
১০৯
১১৪
31. সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদ অনুসারে কোন কোর্টকে 'কোর্ট অব রেকর্ড' বলা হয়?
সুপ্রিম কোর্ট
ম্যাজিস্ট্রেট কোর্ট
জজ কোর্ট
হাইকোর্ট
32. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে ?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
রফিকুল হক
সৈয়দ মাহমুদ হোসেন
কাজী হাবিবুল আউয়াল
33. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? / সংবিধানের রক্ষক কে?
গণপরিষদ
সুপ্রিম কোর্ট
আইন মন্ত্রণালয়
জাতীয় সংসদ
34. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
সুলতানা কামাল
সেলিনা হোসেন
বেগম কবিতা খানম
বেগম রাশিদা সুলতানা
35. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায়?
১০০
১০১
১০২
১০৩
36. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয়/ বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
37. অ্যাটর্নি জেনারেল অর্থ-
জরুরি অবস্থায় সেনাপ্রধান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা
দরিদ্র আসামির পক্ষে নিযুক্ত উকিল
38. বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
মাহবুবে আলম
হাসান আরিফ
রফিকুল হক
এ. এম. আমিনউদ্দিন
39. হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দন্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে?
যাবজ্জীবন কারাদণ্ড
১৪ বছর কারাদণ্ড
১০ বছর কারদণ্ড
কোনোটিই নয়
40. বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
মাহবুবে আলম
এ. এম. আমিনউদ্দিন
রফিকুল হক
এম. এইচ. খন্দকার
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
Civil Engineering classroom
বাংলাদেশ বিষয়াবলী
সংবিধান
ব্যাখ্যা: এ এম আমিন উদ্দিন বাংলাদেশের বর্তমান এবং ১৬তম অ্যাটর্নি জেনারেল।