MCQ
61. সংবিধানের চতুর্থ সংশোধনী গৃহীত হয়
২৩ জানুয়ারি, ১৯৭৫
২৪ জানুয়ারি, ১৯৭৫
২৫ জানুয়ারি, ১৯৭৫
২৬ জানুয়ারি, ১৯৭৫
62. বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল ব্যবস্থাপনার জন্য শীর্ষ নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
ন্যায়পাল
অর্থমন্ত্রী
রাষ্ট্রপতি
মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক
63. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
চতুর্থ
একাদশ
দ্বাদশ
চতুর্দশ
64. মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকের মেয়াদকাল কত?
০৩ বছর
০৪ বছর
০৫ বছর
০৬ বছর
65. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাঁদের কাজ-কর্মের জন্য কার কাছে দায়ী?
রাষ্ট্রপতির কাছে
জনগণের কাছে
জাতীয় সংসদের কাছে
কোনোটিই নয়
66. বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়।
১৯৭৭ সালে
১৯৭৮ সালে
১৯৮০ সালে
১৯৭৯ সালে
67. কোন সংশোধনীর মাধ্যমে তিনবিঘা করিডোরের বিনিময়ে বেরুবাড়ী ছিটমহলকে ভারতের কাছে হস্তান্তর করা হয়?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
68. সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে?
৬০ দিন
৯০ দিন
১২০ দিন
১৮০ দিন
69. বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
২৩ নভেম্বর, ১৯৭৪
২২ ডিসেম্বর, ১৯৭২
১২ জুন, ১৯৭৩
৪ জুলাই, ১৯৭৪
70. সংবিধানের কোন সংশোধনকে First Distortion of Constitution বলে আখ্যায়িত করা হয়?
৫ম সংশেধেন
৪র্থ সংশোধন
৩য় সংশোধন
২য় সংশোধন
71. কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয়?
শেখ মুজিবুর রহমান
জিয়াউর রহমান
এইচ. এম. এরশাদ
বেগম খালেদা জিয়া
72. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয়?
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
73. বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে?
নবম ভাগে
দ্বিতীয় ভাগে
পঞ্চম ভাগে
অষ্টম ভাগে
74. বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
অর্থমন্ত্রী
ন্যায়পাল
75. সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়?
চতুর্থ
পঞ্চম
সপ্তম
অষ্টম
76. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে?
১১৮
১২২
১২৫
১২৭
77. বঙ্গবন্ধু করে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
২৫ জানুয়ারি, ১৯৭৫
২৫ ফেব্রুয়ারি, ১৯৭৫
২৭ মার্চ, ১৯৭৫
২৫ এপ্রিল, ১৯৭৫
78. মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকের অবসরের বয়সসীমা কত?
৫৯ বছর
৬২ বছর
৬৫ বছর
৬৭ বছর
79. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হলো
Controller of Accounts
Comptroller and Auditor General
Controller of Finance
Controller of Accounts and Finance
80. বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশেধেনীর বিষয়বস্তু -
ইনডেমনিটি বিল
সংসদীয় ব্যবস্থা
রাষ্ট্রপতি ব্যবস্থা
রষ্ট্রধর্ম