Image
MCQ
181. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগে
দ্বিতীয় ভাগে
তৃতীয় ভাগে
চতুর্থ ভাগে
182. সংবিধানের কোন অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার উল্লেখ রয়েছে?
২১ নং অনুচ্ছেদ
৩২ নং অনুচ্ছেদ
৩৮ নং অনুচ্ছেদ
৪০ নং অনুচ্ছেদ
183. সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার
সকল নাগরিকের চাকরি লাভের সুযোগ
জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার
184. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত কতটি আর্টিকেল আছে?
১৭ টি
১৮ টি
২২ টি
১৫ টি
185. নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়?
বাক স্বাধীনতা
সংগঠনের স্বাধীনতা
সুখের অধিকার
সমাবেশের স্বাধীনতা
186. রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কী বলে?
আইন
সংবিধান
অধ্যাদেশ
বিল
187. 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
২৭
২৮
৩০
৪৭
188. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
২৭ নং অনুচ্ছেদ
৩১ নং অনুচ্ছেদ
৩২ নং অনুচ্ছেদ
৩৪ নং অনুচ্ছেদ
189. অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
স্পিকার
190. বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা আছে?
১৫ টি
১৮ টি
২২ টি
২৪ টি
191. বাংলাদেশ সংবিধানের কোন আর্টিকেলে Doctrine of Eclipse নির্দেশ করে? / কোন অসমঞ্জস আইন বাতিলের কথা বলা আছে?
২৬
২৭
২৮
২৯
192. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর ঘ নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
২৫(৭)
২৮(৪)
৪০(৩)
৪২
193. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে?
২২
২৫
২৬
২৭
194. সংবিধানের ৩২ নং অনুচ্ছেদ অনুসারে মানুষের জীবন, ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?
রাজনৈতিক অধিকার
সামাজিক অধিকার
মানবাধিকার
মৌলিক অধিকার
195. 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? / বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
১০ নং অনুচ্ছেদে
২১(২) নং অনুচ্ছেদে
২৭ নং অনুচ্ছেদে
২৮(২) নং অনুচ্ছেদে
196. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
২৬
৪৩
১০৮
৩৯
197. সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে?
৩৬ নং অনুচ্ছেদ
৩০ নং অনুচ্ছেদ
৩৭ নং অনুচ্ছেদ
৩১ নং অনুচ্ছেদ
199. সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার উল্লেখ রয়েছে?
৩০ নং অনুচ্ছেদ
৩৬ নং অনুচ্ছেদ
৩৭ নং অনুচ্ছেদ
৩৮ নং অনুচ্ছেদ
200. উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
২২
২৩
২৩ক
২৫