সংবিধান MCQ
121. কত সালে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়?
১৯৭৬
১৯৭৭
১৯৮৭
১৯৮৮
122. জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় কবে?
২৫ মার্চ, ১৯৯৬
২৬ মার্চ, ১৯৯৬
২৭ মার্চ, ১৯৯৬
২৮ মার্চ, ১৯৯৬
123. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রাম প্রার্থী হতে পারবেন
কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
124. কোন সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে বাতিল বলা হয়?
২০১০
২০১১
২০১২
২০১৩
125. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ টিতে উন্নীত করা হয়?
একাদশ
পঞ্চদশ
ত্রয়োদশ
চতুর্দশ
126. সংবিধানের ৫০(৩) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন?
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
স্পিকার
কোনোটিই নয়
127. কোন সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
দ্বাদশ
ত্রয়োদশ
চতুর্দশ
পঞ্চদশ
128. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অবৈধ ঘোষিত হয়নি?
৪র্থ
৫ম
৭ম
১৩তম
129. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
চতুর্থ তফসিল
পঞ্চম তফসিল
ষষ্ঠ তফসিল
সপ্তম তফসিল
130. কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয়?
ত্রয়োদশ
চতুর্দশ
পঞ্চদশ
ষোড়শ
131. কখন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে?
৬ আগস্ট, ১৯৯১
৬ আগস্ট, ১৯৯৯
৭ আগস্ট, ১৯৯৯
৮ আগস্ট, ১৯৯৯
132. পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়?
দ্বাদশ
ত্রয়োদশ
চতুর্দশ
পঞ্চদশ
133. বাংলামোদ সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত?
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
134. কোন সংশোধনীর মাধ্যমে বিভিন্ন অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়?
চতুর্দশ
পঞ্চদশ
ষোড়শ
সপ্তদশ
135. কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে ৫০টি নারী আসন আরও ২৫ বছরের জন্য বহাল রাখা হয়?
একাদশ
চতুর্দশ
পঞ্চদশ
সপ্তদশ
136. কোন সালে বাংলাদেশে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
১৯৭৫
১৯৯১
১৯৯৬
২০০৭
137. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ বা বাতিল করা
১৪তম
১৫তম
১৬তম
১৭তম
138. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংযোজন করা হয়?
একাদশ
পঞ্চদশ
ত্রয়োদশ
চতুর্দশ
139. কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়?
পঞ্চম
ষষ্ঠ
একাদশ
দ্বাদশ
140. কোন সংশোধনীর মাধ্যমে Dacca বানানকে Dhaka বানানে এবং Bengali বানানকে Bangla বানানে রূপান্তর করা হয়?
৭ম
৮ম
৯ম
১০ম