MCQ
261. সিমেন্টের Compressive strength test এ ব্যবহৃত cube size
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
262. ট্রাই একসিয়াল টেস্টে বিকৃতির মাত্রা সর্বাধিক কত ধরা হয়?
২৫%
২৭%
২০%
৩০%
263. প্রজেক্টের কোনটি নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। নয়
প্রজেক্ট সময়কাল
বাজেট
প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান
সাব- কন্ডাক্টরের দায়িত্ব
264. কংক্রিটের modulus of rapture পরিমাপ করে?
Flexture tensile strength
Compressive strength
Direct tensilestrength
split tensile strength
265. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is knows as,
.Retaining wall
Breast wall
Parapet wall
None of these
266. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে?
৫%
১০%
১৫%
২০%
267. The arrangement made to support an unsafe structure temporarily as
Shoring
Scaffolding
Underpinning
Jacking
268. ∆em এর পরিমাণ ∆ep এর কত গুণের কম হয় না?
৪ গুণ
৫ গুণ
৭ গুণ
৮ গুণ
269. একটি সিডিউল অ্যাকটিভিটি শেষ হবার ১০ দিন আগে শুরু হতে পারে- এটি কীসের উদাহারণ?
finish to start
start to finish
start to start
finish to finish
270. হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন? UPSC-AB- কর্মসংস্থান মন্ত্রণালয় -১৯
১৮৮০
১৯০০
১৯২০
১৯৪০
271. PDCA (Plan-do-check-act) চক্রের উদ্ভাবক দেয়
W.E Deming
Filli B Crosbi
Josef Joron
K. Eshica
272. জেনেরিক ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড বলা হয়।
ISO1910
ISO10000
ISO 1900 ISO 1400
কোনটিই নয়
273. কোয়ালিটি ম্যানেজমেন্টের মহাগুরু বলা হয় কাকে?
আরমান্ড ফাইজেনবাম
কে. ইশিকাওয়া
যে নিচি টাও ডি
জোসেফ জুরান
274. △em এর পরিমাণ ∆ep এর কত গুণের অধিক হয় না?
৭ গুণ
১০ গুণ
৮ গুণ
৯ গুণ
275. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is knows as
. Retaming wall
Breast wall
Parapet wall
. None of these
276. যদি Earned value Actual cost হয়, তাহলে প্রজেক্টটি?
যথাযত সময় ও বাজেটের মধ্যে আছে
সিডিউল সমন্ব্যাক ইনডেক্স-১
সিডিউল সমন্বয়ক করার দরকার নাই
মূল্য সমন্বয়ক করার দরকার নাই
277. Soil এর কোন Property বের করার জন্য Unconfined Compressive test করা হয়?
Compressibillity
Shear strenght
Density
Specific gravity
278. সেফটি প্রোগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা
Fault tree analysis
Fishbone analysis
Pareto chart analysis
Audit analysis
279. ট্রাই একসিয়াল টেস্টে স্পেসিম্যানটি কি দিয়ে আবৃত থাকে?
মেটাল যারা
রাবার মেমব্রেন
তার জালি দ্বারা
কোনটি নয়
280. The piece of a brick cut with its one corner equivalent to half the length and half the width of a foll brick is known as:
Queen closer
Bevelled closer
King closer
Half king closer