Image
MCQ
1121. পাথরের পরীক্ষণ পদ্ধতিতে কয় ভাগের ভাগ করা যায়?
1122. Slump টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত ইঞ্চি?
3/8 in
1/8 in
5/8 in
কোনটিই নয়
1123. ভাল পাথর আর্দ্রতা যুক্ত করার জন্য নির্মাণের কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
1124. To what category do the gravel and sand belongs. (নুড়ি এবং বালি কোন শ্রেণীর )?
Cohesionless soil
Marine soil
Cohesive soil.
Expensive soil
1125. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?
২.৭০ কেজি
৪.৭৫ কেজি
২.৭৫ কেজি
৪.৭৫ কেজি
1126. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙ্গে?
৪০০ থেকে ৭০০ টন
৫০০ থেকে ৭০০ টন
৪৫০ থেকে ৭৫০ টন
কোনটি নয়
1127. মার্কেল কোন শ্রেণির পাথর?
আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
কঠিন শিলা
পাললিক শিলা
1130. একটি উত্তম ইট ২৪ ঘন্টা পানিতে ভিজালে তার ওজনের কত অংশ পানি শোষণ করবে?
১/৬ অংশ
১/৭ অংশ
১/৩ অংশ
১/৪ অংশ
1131. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1133. তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্কেল পাথর ব্যবহার করা হয়?
৪ থেকে ৭ মি.মি.
৫ থেকে ১০ মি.মি.
৩ থেকে ৬ মি.মি.
কোনটি নয়
1136. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°c
১৯০০° c
২৭০০°c
২০০০°c
1137. পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করার সময় জিপসাম দেওয়া হয় কেন?
সিমেন্ট জমাট বাঁধার সময় কমানোর জন্য
সিমেন্ট জমাট বাঁধার সময় বাড়ানোর জন্য
পোড়ানোর তাপমাত্রা কমানোর জন্য
ক্ষারতা কমানোর জন্য
1138. তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?
১:৩
১:১/২
১:৪
১:২
1139. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
প্লেট
গ্রানাইট
কোনটি নয়
1140. সর্বনিম্ন কত মিমি চালুনি দিয়ে অতিক্রম না করলে নমুনাকে কোর্স এলিগেট হিসেবে ধরা হয়?
4.75 mm
2.36 mm
5 mm
2.45 mm