MCQ
101. কাজের ব্যবহারিক একক--
আর্গ
জুল
নিউটন
কিলোগ্রাম- মিটার
102. স্থিরাবস্থা প্রাপ্তির জন্য বস্তুর গতি জড়তার বিরুদ্ধে কৃতকাজকে বলে-
গতিশক্তি
বিদ্যুৎশক্তি
স্থিতিশক্তি
তাপশক্তি
103. ১৫ অশ্ব কৃশতা সমান-
60 kg-m/sec
70 kg-m/sec
75 kg-m/sec
80 kg-m/sec
104. বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার
আয়তাকার
কেন্দ্রিভূত
হেলানো লোড
105. যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে তখনকার ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
106. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
107. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
108. ঘড়িতে চাবি দেওয়ার পর ঘড়িতে তখন সৃষ্টি হয়-
স্থিতিশক্তি
গতিশক্তি
চৌম্বকশক্তি
যান্ত্রিকশক্তি
109. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
কর্মক্ষমতা
110. শিয়ার ফোর্স ডায়গ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিস্কৃয় বিন্দু
বিপজ্জনক বিন্দু
111. যান্ত্রিক শক্তি বলতে বুঝায়-
তাপশক্তি ও বিদ্যুৎশক্তি
আলোকশক্তি ও অক্ষশক্তি
স্থিতিশক্তি ও গতিশক্তি
চুম্বকশক্তি ও আলোকশক্তি
112. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিষ্কৃয় বিন্দু
113. স্থির ঘর্ষণ বলের মান সর্বদা আনুভূমিকভাবে প্রয়োগকৃত বলের-
অর্ধেক
সমান
বেশি
দ্বিগুন
114. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা নির্দেশ করে-
কেন্দ্রিভূত লোড
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
115. কাজ একটি-
দিক রাশি
আদিক রাশি
ক ও খ উভয়
কোনটিই নয়
116. বিম কত প্রকার?
৪
৫
৬
৭
117. বস্তু চলার মুহূর্তে স্পর্শতলে যে পরিমাণ ঘর্ষণ বল অনুভূত হয় তাকে কি বলে--
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
সর্বোচ্চ ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
118. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
119. ঘূর্ণন দ্বারা কৃতকাজের পরিমাণ সমান-
2 π RT
2 π NT
4HRT
4 π RT
120. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ