MCQ
1341. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন-
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Note:- ১ ঘনফুটে ইটের প্রয়োজন ৯-৯টি।
* ১০০ ঘনফুট ইট প্রয়োন ৯০০টি
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্ন
1. 100 ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন – 900 টি।
2. 1cft ইটের খোয়া তৈরিতে ইটের প্রয়োজন - ৭ টি।
3. 1 m^3 ইটের গাঁথুনিতে প্রচলিত ইটের প্রয়োজন - 410 টি।
4. 1 m^3 ইটের গাঁথুনিতে মডুলার ইটের প্রয়োজন - 500 টি।
5. 1 m^3 খোয়া তৈরিতে ইটের প্রয়োজন 320 টি।
1342. 9*1/2×4*1/2× 2*3/8 সাইজের ইটে 100 ফুট এর জন্য ইট Edging প্রযোজন -
200টি
250টি
300টি
275টি
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: ইটের প্রয়োজন= 100/ 4.5/12) = ২৬৭টি ≅ ২৭৫টি
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ন প্রশ্নে
1. 9.5"×4.5"×2.75" সাইজের ইটে 100 ft Edging এর জন্য ইট প্রয়োজন 267 টি।
2. এক বর্গমিটার জায়গায় এক স্তর ফ্লাট সোলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন -31.
3. এক বর্গমিটার জায়গায় হেরিংবোন বন্ডের জন্য কতটি ইটের প্রয়োজন - 52.
4. এক ঘনমিটার সিমেন্ট - 30 ব্যাগ।
5. এক ঘনফিট সিমেন্ট= ০.৪ ব্যাগ।
1343. 1 মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কজ
1.27 kg
2.89 kg
1.14 kg
1.58 kg
1344. উৎপাদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে Output I inputs এর অনুপাতকে বলে-
Productivity
Efficiency
Production rate
Effectiveness
1345. ১০৬ অনুপাতে ১৫’-০" লম্বা, ৯’-০’ চওড়া ও ১০’’ পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে-
৩,০০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,০০০,০০ টাকা
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Note:- মোট আয়তন = 15/3.28 × 9 ×3.28 ×10/12 ×3.28 =3.19m³
1 m³ গাঁথুনিতে খরচ হয় 3000 টাকা
= 3.19m³ ‘’ ‘’ = 3000 x 3.19 = 9570 টাকা
উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. 1:6 অনুপাতে 15×9×10" আকারের একটি brick masonry wall নির্মাণ করতে কত টাকা লাগবে (1 ঘনমিটার =3000 tk) - 9570 tk.
2. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত - 35%.
3. 1 cft ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন - 12.
4. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন - 410.
1346. 5" পুরু Brick Work এর জন্য Cement-Sand mortar- এর অনুপাত-AE -
1:2
1:4
1:6
1:8
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: 5" Brick গাঁথুনিতে 1:4 অনুপাতে মশলা তৈরি করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন
1. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 14.
2. গাঁধুনির কাজে শুকনো মসনার আয়তন মোট কাজের কত ভাগ- ৩৫%,
3. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6.
4. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন 410 টি।
5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি।
6. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি।
7. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
1347. কার্যসম্পাদন জামানতের পরিমাণ চুক্তিমূল্যের কত?
২%
৫%
১০%
১৫%
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: নিদিষ্ট সময়ে যদি ঠিকাদার কোনো কার্য সমাপ্ত করতে না পারে তবে কর্তৃপক্ষ যে পরিমান কাজ বাকি আছে তার উপর জরিমানা ধার্য করতে পারে। জরিমানার পরিমাণ মোট চুক্তির ১০% হতে পারে। এজন্য কার্যসম্পাদনে জামানতের পরিমাণ চুক্তিমূল্যের ১০% পরিমান।
✓ কার্যসম্পাদন জামানতের পরিমাণ চুক্তিমূল্যের কত - ১০%
1348. কোনটি প্রজেন্টকে সংজ্ঞায়িত করার জন্য যথার্থ নির্ধারক বৈশিষ্ট নয়?
সুযোগ
সময়
বাজেট
সহিষপ্ততা
1349. Damp Proof Course (DPC) মাপের একক-
m²
m²
m
উপরের কোনোটিই নয়
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: বাতাসের বা মাটির মধ্যে পানিকণা যাতে দালান বা কোনো কাঠামোতে প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা করাকে আর্দ্রতা প্রতিরোধক বলে।
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপুর্ন প্রশ্ন
5. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয় DPC.
6. DPC means Damp Proof Course.
7. For DPC at plinth level, which grade of concrete is used - M15.
8. If the soil is dry, DPC for ground floor consists of the layer of Coarse sand.
1350. Tie hook এর কোণ -
135°
90°
120°
180°
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: টাই এর বেন্ড ১৩৫°
উত্তর সহ কয়েকটি গুরুত্বলুন প্রশ্ন
1. Tie hook এর কোণ 135°.
2. Concrete এর মধ্যে স্টিল বার স্থাপনের কৌশলকে কী বলে - অ্যাংকোরেজ।
3. সাপোর্টে রডের প্রবেশ করানোর পরিমাণ ন্যূনতম কত - 15 cm.
4. 180° ছকে বাঁকের ব্যাসার্ধ কত - 2.5D to 4D.
1351. ১:১.৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কনক্রিটে বালুর পরিমাণ-
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: Note:- মোট আয়তন =2.8×(3.28) ³=98.8ft³
শুষ্ক আয়তন = 98.8×1.5-14.2ft³
বালু-148.2×3 / 9= 49.4ft³
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্ন
1. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে বালির পরিমাণ কত- 49.4 ft.
2. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে সিমেন্টের পরিমাণ কত- 14 bags.
3. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে খোয়ার পরিমাণ কত- 2.33 m^3.
4. 1 ঘনমিটার খোয়ার জন্য ইটের প্রয়োজন - 320 টি।
1352. ৬-০ লম্বা C.I Sheet এর 1 bundle এর জন্য-
১২টি C.I Sheet প্রয়োজন
১০টি C.I Sheet প্রয়োজন
৭টি C.1 Sheet প্রয়োজন
৮টি C.I Sheet প্রয়োজন
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন
1. 6' লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 12 টি CI sheet এর প্রয়োজন।
2. 2.2 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 10 টি CI sheet এর প্রয়োজন।
3. 2.50 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 9 টি CI sheet এর প্রয়োজন।
4. 2.80 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য ৪ টি CI sheet এর প্রয়োজন।
5. 3.2 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 7 টি CI sheet এর প্রয়োজন।
1353. BNBC নির্দেশনা করে- BING-SAE-
Minimum requirement
Maximum requirement
Optimum requirement
কোনোটিই নয়
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) মূলত বিভিন্ন ধরনের কোড নির্দেশ করে থাকে। যে কোনো ধরনের Structure ডিজাইন করতে BNBC কোড বা বিধি মেনে করতে হয়। এতে Structure- এর সর্বোচ্চ Accuracy পাওয়া যায়।
উত্তর সহ কয়েকটি শুরু হলুন প্রশ্ন
1. BNBC নির্দেশনা করে Maximum Requirement.
2. BNBC means Bangladesh National Building Code.
3. ACI means American Concrete Institute.
4. ASTM American Society for Testing and Materials.
1354. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল –
ভূমি × উচ্চতা
1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
½ × ভূমি × উচ্চতা
সামান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য উচ্চতা
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ½ × (সমান্তরাল বাহুদ্বয়ের
যোগফল) × উচ্চতা
= ½ ×(a+b) x h
= (a+b) x h/2
1355. Calculate given the overall thickness is 500 mm and thickness of wearing coarse is 80 mm (x is 3.6m)? (সামগ্রিক বেধ ৫০০ মিমি এবং ওয়ারিং কোর্সের পুরুত্ব ৮০ মিমি হলে রাস্তা এবং হাইওয়ের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করুন)
4.76m.
34.8m
2.34m
1.45m
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: overall thickness =500 mm and thickness of wearing coarse 80 mm, x is 3.6m Effective length of road (3.6+2(0.5+0.08))-4.76m.
1356. Patent ambiguity কী?
কন্ট্রাক্ট ডকুমেন্টের ভুল
প্লানিং এর তুল
সিডিউলের ভুল
কোনটিই নয়
1357. 10×20 বর্গইঞ্চি বিমের সর্বনিম্ন রেডিয়াস অব জাইরেশন কত?
3.89 In
5.77 In
6.33 In
4.25 In
1358. M15 গ্রেড concrete mix ratio-
১:২:৪
১:১.৫:৩
১:৩:৬
১:১:২
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: M₁s গ্রেড কংক্রিটের mix ration ১:২:৪। অর্থ্যাৎ M15 গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়।
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুন প্রশ্ন
1. M15 গ্রেড concrete এর mix ratio 1:2:4.
2. M20 grade concrete এর mix ratio - 1:1.5:3.
3. M25 grade concrete এর mix ratio 1:1:2.
4. M25 means - 25 N/mm^2.
1359. ৬০০ মিমি ডায়া ও ৩০ মিটার দীর্ঘ একটি কাষ্ট ইন সিটু পাইল ১:১.৫:৩ অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন-
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৭৫ ব্যাগ
৫০ ব্যাগ
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: ভেজা আয়তন = π/ 4 (0.6)2 x 30 = 8.48m³
শুষ্ক আয়তন = 8.48 x 1.5 = 12.72m³
সিমেন্ট = 12.72×1/5.5 x 30 = 70 ব্যাগ
অন্তর সহ কয়েকটি অনুরুপ শুরু হলুন প্রশা
1. 600 mm dia ও 30 m দীর্ঘ একটি cast in situ pile
1:1.5:3 অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন 70 bags.
2. 1 bag cement এর আয়তন কত 0.035 m^3.
3. 1 m^3 cement 30 bags.
4. 1 m^3 steel = 7850 Kg.
1360. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে সিমেন্টের প্রয়োজন-
১০ ব্যাগ
১৮ ব্যাগ
১৫ ব্যাগ
২২ ব্যাগ
Civil MCQ
এস্টিমেটিং এন্ড কস্টিং
Civil Department all mcq
estimating and coasting mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
ব্যাখ্যা: ভেজা মসলা = 100 ft³
শুষ্ক মসলা = 100 × 1.5 = 150 ft³
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
cemant 150 × 1 × 0.4 7 = 18 bags
উত্তর সহ কয়েকটি অনুরুল হক হলুন প্রশ্ন
1. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে সিমেন্টের প্রয়োজন - 18 bags.
2. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে বালির প্রয়োজন 43 cft.
3. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে ইটের প্রয়োজন- 1029 nos.
4. 1 cft সিমেন্ট কত ব্যাগ 0.8 bag.
5. 1 cft concrete এ ইট লাগে 12 nos.