Image
MCQ
2162. সার্কের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়---
সর্বসম্মতভাবে
৬ জন সদস্যের ভোট অনুযায়ী
৫ জন সদস্যের ভোট অনুযায়ী
কোনোটিই নয়
2163. সার্কের প্রথম নারী মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নাজমুন আরা সুলতানা
সুফিয়া খাতুন
2164. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় -
গোয়ায়
আন্দামানে
থাইল্যান্ডে
রেঙ্গুনে
2165. সার্কের বর্তমান মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে?
ফাতিমা দিয়ানা সাঈদ
চেনকিয়াব দর্জি
নরেন্দ্র মোদি
ইসালা রুয়ান রাকুন
2166. সার্কের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
আবুল আহসান
মনমোহন সিং
শওকত আজিজ
চেনকিয়াব দর্জি
2167. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
শ্রীলংকা
ভুটান
নেপাল
ভারত
2169. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ঢাকা, বাংলাদেশ
নয়াদিল্লী, ভারত
কলম্বো, শ্রীলংকা
কাঠমান্ডু, নেপাল
2171. সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ / জনসংখ্যা ও আয়তনে সার্কের ক্ষুদ্রতম দেশ/সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষার হারের দেশ---
নেপাল
ভুটান
শ্রীলংকা
মালদ্বীপ
2174. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
ধর্ম
জাতি
সংস্কৃতি
ভাষা
2175. সার্ক দেশগুলোর মধ্যে জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম দেশ--
ভারত
মালদ্বীপ
শ্রীলংকা
ভুটান
2176. ৮. কার শাসনামলে সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়?
মুহাম্মদ ঘুরী
শামসউদ্দিন ইলতুৎমিশ
বলবন
কুতুবউদ্দিন আইবেক
2179. ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন
লর্ড কর্নওয়ালিস
শেরশাহ
মুহম্মদ বিন তুগলক
শামসউদ্দিন ইলতুৎমিশ
2180. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?
কৃষি উন্নয়ন
অবাধ বাণিজ্য
দ্বিপাক্ষিক সমস্যা
সাংস্কৃতিক বিনিময়