MCQ
2321. 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' কোন বিপ্লবের ভিত্তি ছিল?
চীন বিপ্লব
মার্কিন বিপ্লব
রুশ বিপ্লব
ফরাসি বিপ্লব
2322. দান্তে কোন বিপ্লবের নেতা ছিলেন?
ফরাসি
জুলাই
আগস্ট
অক্টোবর
2323. ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কী ছিল?
এক জাতি, এক দেশ
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
জনগণের জন্য সরকার
দুনিয়ার মজদুর এক হও
2324. জিরডিনদের উত্থান ঘটেছিল?
ইংল্যান্ডে
স্পেনে
ফ্রান্সে
জার্মানিতে
2325. 'I disapprove of what you say, but I will defend to death your right of say it' কে বলেছেন?
জর্জ বার্নাড
ভ্লাদিমির লেলিন
ভলতেয়ার
মহাত্মা গান্ধী
2326. ওয়েস্ট ইন্ডিজ কী?
দেশের নাম
ক্রিকেট দলের নাম
দ্বীপের সমষ্টির নাম
ভারতের একটি দ্বীপ
2327. জেকোবিন কী?
বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
ইউরোপীয়ান নাইট
ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
বিখ্যাত বেহালা বাদক
2328. একসময় কঙ্গো প্রজাতন্ত্রের নাম ছিল---
লিওপোন্ডভিল
বাংকর্ন
জিবুতি
জায়ারে
2329. কলম্বাস ভুলক্রমে আবিষ্কার করেন ---
আমেরিকা
ওয়েস্ট ইন্ডিজ
ভারত
ইন্দোনেশিয়া
2330. ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন?
নোগুচি
ফন গ্যাটে
জর্জ বার্নাড শ
ক্রিস্টেফার কলম্বাস
2331. রোবসপীয়র হলেন—
আমেরিকান লেখক
স্পেনের গেরিলা যোদ্ধা
চলচ্চিত্র অভিনেতা
ফরাসি বিপ্লবের নেতা
2332. কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লরের অনুপ্রেরণা যুগিয়েছিলেন?
রুশো ও ভলটেয়ার
প্লেটো ও রুশো
প্লেটো ও এরিস্টটল
শেক্সপিয়ার ও ভলটেয়ার
2333. কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
আমেরিকার স্বাধীনতা
ওয়াটার লু'র যুদ্ধ
ফরাসি বিপ্লব
শিল্প বিপ্লব
2334. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক্যারিবিয়ান সাগর
ভারত মহাসাগর
ভূমধ্যসাগর
আরব সাগর
2335. 'লরা কাবিলা' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
কঙ্গো
দক্ষিণ আফ্রিকা
ঘানা
সুদান
2336. ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
মোপাসো
ভলতেয়ার
বাট্রান্ড রাসেল
রুশো
2337. জ্যাকোবিনদের উত্থান ঘটেছিল?
ইংল্যান্ডে
স্পেনে
ফ্রান্সে
জার্মানিতে
2338. কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ?
সেন্ট লুসিয়া
পশ্চিম সামোয়া
লিথুনিয়া
নিকারাগুয়া
2339. ক্যারিবিয়ান অঞ্চলের দুইটি দেশের নাম কী?
পেরু ওচিলি
কলম্বিয়া ও ব্রাজিল
মাল্টা ও গ্রিস
হাইতি ও কিউবা
2340. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
দ্বাদশ লুই
ষোড়শ লুই
নেপোলিয়ন
ফিলিপস