Image
MCQ
3161. নিচের কোনটি লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত?
বড় কাটরা
ছোট কাটরা
ষাট গম্বুজ মসজিদ
পরি বিবির মাজার
3163. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?
বর্ধমান হাউস
লালবাগ কেল্লা
আহসান মঞ্জিল
বড় কাটরা
3164. লালবাগ কেল্লার আদি নাম—
বিবি পরির দুর্গ
আজম দুর্গ
আওরঙ্গবাদ দুর্গ
শায়েস্তা খান দুর্গ
3165. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যা বিবি পরি'র আসল নাম –
ইরান দুখত
জাহানারা
মরিয়ম
বিবি পরি
3166. ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল—
লালবাগ কেল্লা
কার্জন হল
বঙ্গভবন
আহসান মঞ্জিল
3172. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? /দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
যুবরাজ মোহাম্মদ আযম
ইসলাম খান
শায়েস্তা খান
মীর জুমলা
3173. বিবি পরি কে ছিলেন?
আওরঙ্গজেবের কন্যা
শায়েস্তা খানের কন্যা
মুর্শিদকুলি খানের
স্ত্রী আজিমুসশানের মাতা
3174. কোন মুগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
আকবর
শাহজাহান
জাহাঙ্গীর
আওরঙ্গজেব
3175. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
মহাস্থানগড়, বগুড়া
শাহজাদপুর, সিরাজগঞ্জ
কেন্দুয়া, নেত্রকোণা
রামপাল, বাগেরহাট
3176. বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখী ইসলাম প্রচার করেন?
বগুড়া জেলায়
রাজশাহী জেলায়
দিনাজপুর জেলায়
রংপুর জেলায়
3177. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণকরেন?
নবাব কুতুব উদ্দিন
নবাব হাফিজুর রহমান
নবাব আবদুল গণি
নবাব আব্দুল লতিফ
3178. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন—
শাহ সুজা
শায়েস্তা খান
মীর জুমলা
সুবাদার ইসলাম খান
3180. 'পরশুরামের প্রাসাদ' কোথায় অবিস্থত? / 'পরশুরামের প্যালেস' কোথায় অবিস্থত?
আনন্দ বিহার, কুমিল্লা
মহাস্থানগড়, বগুড়া
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
ময়নামতি, কুমিল্লা