Image
MCQ
3641. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
হাড়িয়াভাঙ্গা
কুলিখ
আত্রাই
তিস্তা
3642. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
যমুনা
তিস্তা
আত্রাই
মহানন্দা
3643. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন---
কাঞ্চনজলা
গডউইন অষ্টিন
বরাইল
কৈলাস
3645. ব্রহ্মপুত্র নদ একটি --
আঁকাবাঁকা নদী
উপনদী
শাখানদী
বিনুনী সদৃশ নদী
3646. ভারত থেকে কতগুলো আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
৩৪
৪০
৫০
৫৪
3647. ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী --
গঙ্গা
মাতামুহুরি
ব্রহ্মপুত্র
দুধকুমার
3648. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
১৪
৩৩
3649. ব্রহ্মপুত্র কোন জেলার ভেতর বাংলাদেশে প্রবেশ করেছে?
লালমনিরহাট
ভুরুঙ্গামারী
নীলফামারী
কুড়িগ্রাম
3650. কোনটি আন্তর্জাতিক নদী?
সুরমা
কপোতাক্ষ
ব্রহ্মপুত্র
মেঘনা
3651. বাংলাদেশের কোন নদীর উৎপত্তিস্থল তিব্বতে?
ব্রক্ষ্মপুত্র
তিস্তা
সুরমা
পদ্মা
3652. মিয়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
১টি
২টি
৩টি
৪টি
3653. ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে?
যমুনা
ব্রহ্মপুত্র
সুরমা
তিস্তা
3654. তিব্বতের মানস সরোবর হতে উতপন্ন—
সুরমা
তিস্তা
ব্রহ্মপুত্র
পদ্মা
3655. কোন জেলার মধ্যে দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়?
ঢাকা
সিলেট
বগুড়া
দিনাজপুর
3656. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ---
হিমালয় পর্বত
মানস সরোবর
গঙ্গা নদে
কোনোটিই নয়
3657. বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি?
৫৫
৫৬
৫৭
৫৯
3658. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়?
ভারত
বাংলাদেশ
নেপাল
চীন
3659. কোন নদীটি ভারত, চীন ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
যমুনা
ব্রহ্মপুত্র
মাতামুহুরী
নাফ
3660. ডাউকি ফন্ট বরাবরা একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
যমুনা
ব্রহ্মপুত্র
সুরমা
তিস্তা