Image
MCQ
3741. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি?
জাগ্রত চৌরঙ্গী
সংশপ্তক
অপরাজেয় বাংলা
সাবাস বাংলাদেশ
3742. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'স্বাধীনতার সংগ্রাম কোথায় অবস্থিত?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
3743. রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয় ভাস্কর্যটির শিল্পী –
নভেরা আহমেদ
হামিদুর রহমান
মুনাল হক
শামিম শিকদার
3744. বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?
২০০০০ টাকা
৫০০০ টাকা
১৫০০০ টাকা
১০০০০ টাকা
3745. স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী' কোথায় অবস্থিত?
জয়দেবপুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চাঁদপুর
ঢাকা বিশ্ববিদ্যালয়
3746. কবে 'অপরাজেয় বাংলা' উদ্বোধন করা হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭৯
২৬ ডিসেম্বর, ১৯৭৯
১ জানুয়ারি, ১৯৮০
২১ ফেব্রুয়ারি, ১৯৮০
3747. `জাগ্রত চৌরঙ্গী' কোন জেলায় অবস্থিত?
গাজীপুর
ঢাকা
রাজশাহী
চট্টগ্রাম
3748. কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিতি?
সেতারা বেগম
কাঁকন বিবি
তারামন বিবি
আলেয়া বেগম
3749. 'অপরাজেয় বাংলা' কী?
মুক্তিযোদ্ধাদের একটি প্রতীক
মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য
মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক
মুক্তিযোদ্ধাদের তৈরি একটি ভাস্কর্য
3750. কোন দিনটিকে 'মুক্তিযোদ্ধা দিবস' ঘোষণা করা হয়েছে?
২৬ মার্চ
২৪ নভেম্বর
১ ডিসেম্বর
৭ মার্চ
3751. 'স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির স্থপতি কে?
তৌফিক হাসান
শ্যামল চৌধুরী
শামীম শিকদার
তানভীর কবির
3752. 'মুক্তিযোদ্ধা দিবস' কোনটি?
২৬ মার্চ
২৪ নভেম্বর
১ ডিসেম্বর
৭ মার্চ
3753. শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্য কোনটি?
জাগ্রত চৌরঙ্গী
সংশপ্তক
অপরাজেয় বাংলা
সাবাস বাংলাদেশ
3754. 'স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
3755. জয়দেবপুরের চৌরাস্তায় স্থাপিত 'মুক্তিযোদ্ধা' ভাস্কর্যটির শিল্পী কে?
আব্দুর রাজ্জাক
নিতুন কুণ্ডু
নভেরা আহমদ
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
3756. মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যের ভাস্কর কে?
নিতুন কুন্ড
হামিদুর রহমান
আবদুর রাজ্জাক
নভেরা আহমেদ
3757. ২০১৬ সালে নারী মুক্তিযোদ্ধা স্বীকৃতিপ্রাপ্ত ফেরদৌসী প্রিয়ভাষণী ছিলেন একজন—
নৃত্যশিল্পী
অভিনেত্রী
চিত্রশিল্পী
ভাস্কর
3758. মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনা ও প্রতিষ্ঠান 'জাগ্রত চৌরঙ্গী' হলো --
বিখ্যাত রাস্তা
জনবহুল রাস্তা
সিনেমা
ভাস্কর্য
3759. জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়?
১২ জানুয়ারি, ১৯৭২
২৬ মার্চ, ১৯৮১
১৬ ডিসেম্বর, ১৯৮২
২৬ মার্চ, ১৯৮৩
3760. কোন সালে বাংলাদেশ সরকার প্রথম বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে?
২০১৫
২০১৬
২০১৪
২০১২