EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1742. HDI এর পূর্ণরূপ কী?
High Development Index.
High Development Industries.
Human Development Index.
High Denstiy Industrialization
1743. জলপাই গাছ কিসের প্রতীক?
শান্তির প্রতীক
দুঃস্বপ্নের প্রতীক
আনন্দের প্রতীক
বেদনার প্রতীক
1744. HDI বা মানব উন্নয়ন সূচক ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?
WB
UNDP
FAO
WHO
1745. বিশ্ব খাদ্য কর্মসূচি কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৬০
১৯৬১
১৯৬২
১৯৬৩
1746. World Food Programme (WFP) এর সদর দপ্তর কোথায়?
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
1747. UNHCR এর পূর্ণরূপ কী?
United Nations High Commission for Rights.
United Nations High Commissioner for Refugees.
United Nations High Commission for Refugees.
United Nations Human Commission for Refugesss.
1748. জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম কোনটি?
UNVA
DTCD
UNFPA
UNDP
1749. জাতিসংঘের পতাকার রং---
সাদা
হালকা বেগুনি
হালকা নীল
হালকা সবুজ
1750. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার জন্য
যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
1751. কোন সংস্থা প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
World Bank
WTO
UNDP
UNCTAD
1752. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
নীল ও লাল
নীল ও সাদা
লাল ও সাদা
সবুজ ও সাদা
1753. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?
ম্যাপল
তাল
জলপাই
দেবদারু
1754. United Nations Conference on Trade and Development (UNCTAD) এর সদর দপ্তর/ UNCTAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
ক্যানবেরা
হেগ
জেনেভা
1755. United Nations Conference on Trade and Development এর সংক্ষিপ্ত রূপ ---
UNCOTD
UNCOTAD
UNCTAD
UNCITD
1756. United Nations Human Settlements Programme (UN-HABITAT) এর সদর দপ্তর কোথায়?
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
নাইরোবি, কেনিয়া
জেনেভা, সুইজারল্যান্ড
1757. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
UNVA
DTCD
UNFPA
UNDP
1758. কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে?
জাতিসংঘ
আইএমএফ
ইউনিসেফ
গ্রীন পিস
1759. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
রেডক্রস
জাতিসংঘ
বয়েজ স্কাউট
ন্যাটো
1760. মানব উন্নয়ন সূচক কিসের ভিত্তিতে কোনো দেশের উন্নয়ন নির্দেশ করে?
শিক্ষা, স্বাস্থ্য ও মাথাপিছু আয়
দারিদ্র্য মাথাপিছু আয় ও শিক্ষা
মাথাপিছু আয়, প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি
মাথাপিছু আয়, পরিবেশ ও দুর্নীতি