Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
481. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
482. যে Survey দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তার নাম-(MOCA-19]
Plane table
Contour map
Reciprocal levelling
কোনোটিই নয়
483. কোন জরিপে একই সাথে মাঠের কাজ ও নকশায়ন সম্পন্ন হয়? [DM-19]
কম্পাস জরিপ প্লেন
শিকল জরিপ
টেবিল জরিপ
থিওডোলাইট
484. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?[DM-19, BB-201
360°
270°
90°
180°
485. বার বার ক্ল্যাম্প করে পাঠ নিলে যে ত্রুটি দূর হয়- (BBA-19]
আনুভূমিক অক্ষের ত্রুটি
দাগাঙ্কনজনিত ত্রুটি
উপকেন্দ্রিক ত্রুটি
তার কাটাজনিত ত্রুটি
486. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পশ্চাৎ বিয়ারিং কত? [LGED-19]
220°
310°
30°
50°
487. রেলপথে ব্যবহৃত হয়- [BBA-19]
স্পাইরাল বাঁক
যৌগিক বাঁক
লেমনিস্কেট অব বার্নোলি বাঁক
ত্রিমাত্রিক অধিবৃত্ত বাঁক
488. 347°-এর Reduced Bearing কত? [DM-2019][MOEF-19]
13°EN
77°SE
13°NW
77°SW
489. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
490. অপটিক্যাল স্কয়ারে দুটি আয়না পরস্পরের সাথে কত কোণে উল্লম্ব তলে স্থাপিত থাকে?
45°
90°
180°
35°
491. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং- এর পার্থক্য-[BGDCL-17, LGED-19]
90°
180°
360°
492. প্রথম স্পর্শককে বলা হয়-[BBA-19]
রিয়ার ট্যানজেন্ট
রিয়ার স্পর্শক
ফরোয়ার্ড স্পর্শক
সবগুলোই
493. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
494. জরিপ কাজে কন্টুর (Contour) ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য?(PWD-04, BBA-201 )
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
495. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে? (LGED-191)
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
496. ট্রাভার্স বা ঘের কত প্রকার? [BBA-20]
দুই প্রকার de [BBA-20]
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
497. একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি হবে- [DM-19]
360° 1
720°
080°
180°
498. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
499. ২০ মি. চেইনে সর্বোচ্চ tolerance কত? [MOLE-19]
= ± ২ মিমি
= ± ৩ মিমি
= ± ৫ মিমি
= ± ৮ মিমি
500. Gunter's chain-এ কত শিকলে ১ মাইল হয়? [R&H-06, MODMR-06, LGED-19)
৭০ শিকল
৮০ শিকল
১০০ শিকল
৫০ শিকল