Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
21. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য্য ?
বিওডোলাইট
ইঞ্জিনিয়ার্স চেইন
প্লেইন টেবিল
লেভেল
22. End Bearing pile এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
skin friction > End Bearing
skin friction-End Bearing
End Bearing > skin Friction
কোনটিই নয়
24. during plane table survey the figure indicate which of the following process (plane table জরিপের সময় নিচের চিত্রটি নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি নির্দেশ করে)
Two point problem
Three point problem
Compass orientation
Back side orientation
25. শিকল জরিপের পরিমাপ কালে কোন ভুল-ভ্রান্তি হিসেব করে সংশোধন করা যায়?
ক্ষতিপূরক ভ্রান্তি
পঞ্জিভূত ভ্রান্তি
ভুল
কোনটাই নয়
26. contour interval is- (কন্টুর বিরতি হলো:)
The vertical distance between any two consecutive contours
The horizontal distance between any two consecutive contours
The vertical distance between any two points on same contours
The horizontal between any two points on same contours
27. শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কি ধরনের ভ্রান্তি দেখা দেয়?
ধনাত্মক ভ্রান্তি
ঋনাত্মক ভ্রান্তি
পুঞ্জিভূত ভ্রান্তি
ক্ষতিপূরক ভ্রান্তি
28. থিওডোলাইট এমন একটি যন্ত্র যা দ্বারা সঠিকভাবে মাপা যায়-
horizontal angle only
vertical angle only
horizontal and vertical angle
only liner measurement
29. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত ?
53 °
46 °
36°
57.5°
30. RL. Of MSL at the Bay of Bengal near Cox Bazar is (কক্সবাজারের কাছে বঙ্গোপসাগরে MSL-এর RL হল)
0 m
50 m
10 m
100 m
32. Back bearing of a line is equal of (যে কোন রেখার পশ্চাৎ বিয়ারিং সমান)-
Fore bearing ± 90°
Fore bearing ±180°
Fore bearing ±270°
Fore bearing ± 360°
33. Rise and fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
34. কন্টুর রেখাগুলোর যদি ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে তা-
পাহাড় বা টিলা
সমঢাল
পুকুর
সমোন্নতি ব্যবধান
35. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১: ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্যা পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেমি ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?
393.16 m
392.16 m
391.16 m
390.16 m
36. ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের-
কম হয়
বেশি হয়
সমান হয়
কোনটি নয়
37. ট্রানজিট বিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
90°
270°
180°
360°
38. পরিমাপকালে শিকল যদি বাড়তেই থাকে, এর ফলে সৃষ্ট ভ্রান্তি—
ক্ষতিপূরক ভ্রান্তি
ধান্তমক পুঞ্জিভূত ভ্রান্তি
ঋনাত্মক পুঞ্জিভূত ভ্রান্তি
তাপমাত্রাজনিত ভ্রান্তি
39. The constant vertical distance between two adjacet contours is called-(দুটি সন্নিহিত কন্টুরের মধ্যে ধ্রুবক উল্লম্ব দূরত্বকে বলা হয়-)
horizontol interval
vertical interval
contour interval
contour distance
40. For a tratraverse containing 10 sides, what would be the correction applie for the first""side, if it consists a closing error of +1.927" –
19.0
19.2
1.902
0.192