Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
421. ফুটন্ত পানির তাপমাত্রার উপর ভিত্তি করে কোন প্রকার লেভেলিং করা হয়?
প্রিসাইজ
ত্রিকোণমিতিক
হিপসোমিতি
ব্যারোমেট্রিক
422. কোনটি Surveying instrument নয়?- [LGED-19]
Plain Table
Microscope
Level machine
Theodolite
423. শিকল জরিপ কী ধরনের এলাকার জন্য উপযোগী?- [BGDCL-17]
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
424. সেক্সট্যান্টের সাহায্যে কত ডিগ্রি পর্যন্ত কোণ মাপা যায়?
30°
60°
90°
120°
425. দুরবিনের দৃষ্টিতল কোনটি?
অনুভূমিক তল
হ্রাসকৃত তল
কলিমেশন তল
উল্লম্ব তল
426. ত্রিভুজায়ন স্টেশনকে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
427. লেভেলিং কাজে প্রতি যোজনায় শেষ স্টাফ পাঠটিকে বলা হয়-
পশ্চাৎ পাঠ
উল্টো পাঠ
মধ্যবর্তী পাঠ
সম্মুখ পাঠ
428. সলিড স্টাফ বা সাধারণ স্টাফের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য-
0.001m
0.005m
0.010m
0.015m
429. ডক, পোতাশ্রয়, নৌ ও সমুদ্র উপকূলে করা হয়-
কিস্তোয়ার জরিপ-
প্লেন টেবিল জরিপ
হাইড্রোগ্রাফিক জরিপ
কম্পাস জরিপ
430. নিচের কোনটি ধনাত্মক স্টাফ পাঠ?
পশ্চাৎ পাঠ
অগ্রবর্তী পাঠ
মধ্যবর্তী পাঠ
উল্টো পাঠ
431. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য করা হয়- [RAJUK-17]
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
স্টেডিয়া জরিপ
কন্টুরিং
432. ইনভার টেপের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ইস্পাতের টেপের তুলনায়-
১ গুণ
১৮ গুণ
১ গুণ
১ গুণ
433. অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রের সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে-
উল্লম্ব রেখা
দুরবিন অক্ষ
উল্লম্ব অক্ষ
কলিমেশন রেখা
434. লেভেল যন্ত্রের সমন্বয়ন প্রধানত কত প্রকার? [BGDCL-17]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
435. অগ্রবর্তী ও পশ্চাৎ পাঠ নেয়া হয়-
প্রারম্ভিক বিন্দুতে
মধ্যবর্তী বিন্দুতে
সমাপ্তি বিন্দুতে
পরিবর্তন বিন্দুতে
436. সূর্য সিগন্যালের অন্তর্ভুক্ত সিগন্যাল-
অ্যাসিটিলিন বাতি
হেলিওগ্রাফ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
437. 25 বা 30km পর্যন্ত ব্যবহৃত সিগন্যালের নাম-
পোল সিগন্যাল
হেলিওট্রোপ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
438. যন্ত্রের উল্লম্ব অনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায়-
ওয়াই লেভেল
ডাম্পি লেভেল
টিলটিং লেভেল
হেন্ড লেভেল
439. A, B, C, D বিন্দুতে স্টাফ পাঠ যথাক্রমে – 100, + 200, + 300, – 400 হলে কোনটি নিচু?
A
C
B
D
440. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়- [RAJUK-17]
কম্পাস
ক্লিনোমিটার
টেপ
থিওডোলাইট